গরীব দু:স্থদের মাঝে তারেক রহমান ঈদ উপহার দিলো জেলা যুবদল
Published: 21st, March 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজনে তারেক রহমান এর পক্ষ থেকে গরীব দুস্থদের ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে মাসদাইরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা যুবদলের আয়োজনে প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা চলবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন এবং জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন চাচ্ছি। যখন কেউ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে জবাবদিহি করতে হয়। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি।
তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জে সন্ত্রাসী বাহিনী শামীম ওসমানের পরিবার অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা যে অন্যায় অত্যাচার করেছে, গুণ্ডামি করেছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কেউ পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবি জানাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সহযোগী সন্ত্রাসী, ক্যাডার বাহিনী এখন যারা বিভিন্নভাবে নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে কবে।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব , মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, যুবদল নেতা কায়েস আহমেদ পল্লব সহ জেলা যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ ত র ক রহম ন ন র য়ণগঞ জ য বদল র জনগণ র রহম ন
এছাড়াও পড়ুন:
দুই ছাত্রীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম
নরসিংদীর চরআড়ালিয়ায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাঘাইকান্দি গ্রামের কাজীবাড়ির মোড়ে রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন হয়।
ধর্ষণের অভিযোগে ইমরান, রাজ্জাক, আব্দুর রহমান, সাইফুল মিয়া, রমজান, কাইয়ুম ও তার দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে এত ধর্ষণ হচ্ছে কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাদের কোনো বিচার হচ্ছে না। পুলিশ কী করে? অনতিবিলম্বে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তারা। হুঁশিয়ারি দিয়ে বলেন, তা না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আলটিমেটাম দিয়ে তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আইনের আওতায় আনা না হলে রামপুরা থানাসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জাজু, স্কুলের প্রধান শিক্ষক আবু মুসা, জেলা ছাত্রনেতা সাব্বির ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৩টার দিকে দুই বান্ধবী চরআড়ালিয়া গ্রামের কাইয়ুম ও মুন্নার সঙ্গে ঘুরতে বের হয়। তারা সারা বিকেল ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাঘাইকান্দি এলাকা থেকে নরসিংদী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়া করে। পূর্ব থেকেই কাইয়ুম ও মুন্না তাদের বন্ধুদের পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থাকতে বলে। সে অনুযায়ী অন্য বন্ধুরা স্কুলের সামনে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে এলে অটোরিকশাযোগে তাদের নিয়ে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে যায় কাইয়ুম ও মুন্না। সেখানে যাওয়ার পর এক ছাত্রীকে জোর করে স্কুলের পাশে নিক্সন মেম্বারের বাড়ির ছাদে নিয়ে যায় ইসরাফিল, সাইখুল, রমজান ও কাইয়ুম এবং অপর ছাত্রীকে মুন্না, ইমরান, রাজ্জাক, আব্দুর রহমান নদীর পারে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায় অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগী দুই ছাত্রী চিৎকার দিতে চাইলে ইট হাতে নিয়ে মাথায় আঘাত করে হত্যার হুমকি দেয়। পরে দুই ছাত্রী বাড়ি ফিরে গেলে অবস্থা দেখে স্বজনরা জানতে চাইলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় রায়পুরা থানায় ৮ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার বলেন, মামলা হয়েছে। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।