দেশে নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেছেন, শেখ হাসিনার মতো এখনো তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে। তবে কারা তাঁকে ব্ল্যাকমেলের চেষ্টা করছেন, তা স্পষ্ট করেননি তিনি।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে চার দিনের সফরে রংপুরে আসেন জি এম কাদের। রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমি কী হঠাৎ করে এসে এমপি হয়েছি। ২০১৪ সালে নির্বাচন না করার কারণে শেখ হাসিনা আমার পেছনে সব গোয়েন্দা সংস্থাকে দিয়ে দুর্নীতি খুঁজতে লাগিয়েছিলেন। কিন্তু আমার কোনো দুর্নীতি বের করতে পারেননি। এখন দুর্নীতি বের করছে কী, আমি মনোনয়ন দিয়ে, পদ-পদবি দিয়ে ২ হাজার, ৫ হাজার টাকা নিয়েছি, এটা আমার দুর্নীতি।’

জি এম কাদের বলেন, ‘আমার মুখ বন্ধ করার জন্য শেখ হাসিনা ফ্যাসিবাদ করেছেন। নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে। শেখ হাসিনা যেটা করে আমাদের ঠেকানোর চেষ্টা করেছেন, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে, এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তিনি আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছিলেন। তারা (আওয়ামী লীগ) তাঁকে নানাভাবে ব্যঙ্গ ও কটু কথা বলেছিল। কিন্তু তাঁর কথা সত্য হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে। তিনি সাম্প্রতিক সময়ে বলেছেন, দেশ একটা দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন। এই কথার অর্থ হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই ভেঙে পড়েছে। দেশের ইতিহাসে আইনশৃঙ্খলার এত খারাপ পরিস্থিতি কখনো ছিল না।

অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনেরা এমন কিছু কাজকর্মে উৎসাহিত করছেন বলে অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এগুলো রাজনীতির নামে অপকীর্তি ও লুটতরাজ। পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবল ভেঙে দেওয়া হয়েছে। অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও ‍ওনাদের দায়। এই সরকারের উদ্দেশে এ জন্য আমি বলছিলাম, আপনারা পারছেন না, না পারেন অন্য কাউকে দেন।’

বাংলাদেশে অল্প সম্পদ, বেশি লোকসংখ্যার দেশ উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমাদের মতো দেশ যেকোনো সময় বিপর্যয়ের ‍মুখে পড়তে পারে। এটা তারা বুঝছে না। কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করা চেয়ে খারাপ কাজ আর হতে পারে না। পুলিশকে নষ্ট করে তারা বুঝতে পারছে। আর্মিকে (সেনাবাহিনী) নষ্ট করার জন্য তারা এখন লাগছে।’

আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জাতীয় পার্টি নেই মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি দল। দলের ভেতরে যাঁরা ছিলেন, তাঁরা খারাপ হতে পারেন। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে তাঁরা ইচ্ছেমতো নির্বাচন করতে চেয়েছেন। হাসিনার ফ্যাসিবাদী এখন আবার দেখছি। অর্ধেক লোককে বাইরে রেখে নির্বাচন করবে জোর করে। ইনারা (অন্তর্বর্তী সরকার) জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে নির্বাচন করবে। এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনে দেশে স্থিতিশীলতা আসবে না। দেশে সামনে সংঘাতময় ও দুর্যোগপূর্ণ হয়ে যাবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ষ ট কর সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

ঈদে ঢাকাবাসীর জন্য ডিএমপির ১৪ নির্দেশনা

ঈদুল ফিতরে ঢাকা মহানগরী এলাকায় বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এছাড়া উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের জন্য নগরবাসীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুলিশকে সহায়তা দিতে ইতোমধ্যে অক্সিলারি পুলিশ নিয়োগ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা রাখবে। পুলিশের পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তার বিষয়ে সচেতনতাবোধ তৈরি করা গেলে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ দমনে আরও বেশি সফল হওয়া সম্ভব। ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ঈদে বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণিবিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিতে কিছু নির্দেশনা মেনে চলতে নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি। 
সেগুলো হলো- ১. বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখা যেতে পারে।
২. বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। দরজা-জানালা দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করে যথাসম্ভব সুরক্ষিত করতে হবে।
৩. বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং স্থাপিত সিসি ক্যামেরা সচল থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
৪. বাসাবাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।
৫. রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।
৬. অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকট আত্মীয়ের হেফাজতে রেখে যেতে হবে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেওয়া যেতে পারে।
৭. বাসাবাড়ি ত্যাগের আগে যেসব প্রতিবেশী-পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদের বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করতে হবে এবং ফোনে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
৮. ভাড়াটিয়াদের আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি জানাতে হবে।
৯. অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে এ বিষয়ে নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
১০. বাসাবাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের আগে লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা ইত্যাদি বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
১১. বাসা বা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখতে হবে।
১২. বাসার জানালা-দরজার পাশে কোনো গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলতে হবে যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।
১৩. মহল্লা বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।
১৪. ঈদে মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার আশঙ্কা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানাতে হবে।
জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য ডিএমপি কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০-০৩৭৮৪৫; ০১৩২০-০৩৭৮৪৬, ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯ এবং জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সম্পর্কিত নিবন্ধ

  • আ.লীগের চালক খারাপ হতে পারে, কিন্তু গাড়ি তো খারাপ নয়: জি এম কাদের
  • আ.লীগের চালক খারাপ হতে পারে, কিন্তু গাড়ি তো খারাপ নয়: জিএম কাদের
  • দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে: জি এম কাদের
  • পুলিশি তৎপরতা হতাশাজনক
  • যৌথ বাহিনীর ৬ দিনের অভিযানে ২৪৯ জন গ্রেপ্তার
  • ঈদে ঢাকাবাসীর জন্য ডিএমপির ১৪ নির্দেশনা
  • ঈদে বাসা-প্রতিষ্ঠানের নিরাপত্তায় ডিএমপির ১৪ নির্দেশনা
  • ‘দেশ ও এলাকার জন্য কাজ করে যেতে চাই'
  • স্বাধীন দেশে প্রভাবমুক্ত পুলিশ বাহিনীই কাম্য