মাদারীপুরের ডাসারের এক কিশোরকে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগে মামলা মামলা হয়েছে। মামলায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

ভুক্তভোগী লাকী আক্তার বলেন, “আমার ছেলে সজীব মাতুব্বরকে (১৮) ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের। আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই।”

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা করেন। মামলার পরে আত্মগোপনে চলে যান আসামিরা। 

সেই মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পাগলা এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করে নিয়ে আসেন। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালির পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবককের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে তার শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “মানবপাচার দমন আইনে মামলা হলে সুজন সরদার ও রিক্তা আক্তারকে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ঢাকা/বেলাল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম নবপ চ র আম র ছ ল

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ ঘেষা কেউ ওয়ার্ড কমিটিতে স্থান পাবে না : রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মো. সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে অচিরেই প্রতিটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হবে।

আপনাদের মাধ্যমে ম্যাসেজ দিতে চাই, যার সাথে আওয়ামীলীগের কোন এক জনের ছবি আছে তাকে গ্রহন করা হবে না। কেন্দ্র থেকে আমার প্রতি এমন নির্দেশনা দিয়েছেন। তাই কোন অবস্থাতেই আওয়ামী লীগের কেই যেন ওয়ার্ড কমিটিতে স্থান পাওয়ার সুযোগ না পায়।

শুক্রবার (২১ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চিটাগাংরোড গ্রাণ্ড তাজ পার্টি সেন্টারে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমি এখানে এসেছি, প্রয়োজন হলে এখানে বসে সবাইকে সামনে রেখে কমিটি করে দেব। তবে আওয়ামী লীগের যেকোন ধরণের সম্পর্ক আছে এমন কাউকে কজমিটিতে স্থান দেওয়া হবে না। তাদের জন্য কেই কোন তদবির করবেন না। যদি করেন তাহলে দল থেকে বহিস্কার করে করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, রায়হান হক, রেজাউল করিম, ভিপি নজরুল ইসলাম, এ আর রানা, সদস্য ইসমাইল খান ও  টুটুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, মো. আশরাফ, সেলিম প্রধান, ইউসুফ মোল্লা স্বপন, কর্ণেল, সদস্য আল আমিন শেখ, মো. আল আমিন, সোহাগ, রিয়াজ, ইকবাল হোসেনসহ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকার-টাকা লুট
  • ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শহরে খেলাফত মজলিসের বিক্ষোভ
  • ৩নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা
  • ক্ষুব্দ হয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন যুবদল কেন্দ্রীয় সভাপতি
  • ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ
  • গাফফারের মৃত্যুতে মহানগর বিএনপির শোক 
  • সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিতু অধরা
  • কাশীপুরে উজির আলী স্কুলের প্রাক্তনদের ইফতার মাহফিল
  • আওয়ামী লীগ ঘেষা কেউ ওয়ার্ড কমিটিতে স্থান পাবে না : রানা