জুটি বেঁধে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এম. রাহিম নির্মিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। আপাতত, জোর কদমে চলছে প্রচারের কাজ। তারই অংশ হিসেবে মুক্তি পেল সিনেমাটির একটি রোমান্টিক গান।

শুক্রবার (২১ মার্চ) বিকালে মুক্তি পেয়েছে ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গান। রোমান্টিক ঘরানার গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানের কথার পাশাপাশি দুই শিল্পীর গায়কির ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

চমৎকার সব লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। তাতে যেন মিশে একাকার বুবলী-সিয়াম। তার অভিব্যক্তি দর্শক-শ্রোতাদের হৃদয়ে মুগ্ধতার ছড়াচ্ছে। কমেন্ট সেকশনে চোখ ভোলালে তেমনটাই দেখা যায়। 

আরো পড়ুন:

লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে চান বুবলী

খন্দকার’স ফ্যাশনে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা

মেহেদি নামে একজন লেখেন, “ইমরান মাহমুদুল, প্রিন্স মাহমুদ, কনা— এই গান দিয়ে হৃদয়ে তির মেরেছেন। আর সেই দৃশ্যটা কল্পনায় ফুটিয়ে তুলেছে তোখড় অভিনেতা-অভিনেত্রী।” শ্রাবণ লেখেন, “পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলী-সিয়াম। গানের কথা, গায়কি, সুর, লোকেশন, দুজনের কম্বিনেশন জমে ক্ষীর।” আরেকজন লেখেন, “কালার গ্রেডিং, লোকেশন, মিউজিক, লিরিক্স, গায়কি, অভিনয়— সব মিলেমিশে একাকার, দারুণ একটা গান।” এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। 

‘জংলি’ সিনেমার সবগুলো গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এ গান নিয়ে তার ভাষ্য, “অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে ‘জংলি’ টিমের অনেকের চাওয়া ছিল— এবার যেন নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মতো একটা ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মতো করে ‘বন্ধুগো শোনো’ গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।”

আজাদ খানের গল্প নিয়ে ‘জংলি’ সিনেমার চিত্রনাট্য রচনা করেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ