জীবনের কঠিন বাস্তবতায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের সবাইকে বিচ্ছিন্ন হতে হলেও বিচ্ছিন্ন হয়নি তাদের বন্ধুত্বের হৃদয়ের টান। পেশাগত কারণে একেকজন আজ একেক স্থানে থাকলেও এখনো বন্ধুত্ব রয়েছে আগের মতোই।

তাই তো শত ব্যস্ততার মধ্যেও স্কুলজীবনের গল্পগুলো আবারও ফিরে পেতে, মজার স্মৃতিগুলো স্মরণ করতে প্রতিবছর একত্রিত হয় ওরা।  

শুক্রবার (২১ মার্চ) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার স্কাই ফ্লাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক ইফতার মাহফিলের। এসএসসি ব্যাচ-১৫ এর দিদারুল ইসলাম ও শরীফুল ইসলাম তনয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর আগে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিক্ষার সুস্বাস্থ্য এবং মঙ্গলকামনা করে দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, বন্ধুদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সবসময় সুদৃঢ় রাখতেই প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি। নানান ব্যস্ততার মধ্যেও অধিকাংশই এ মিলনমেলায় অংশ নেন। এসময় উপস্থিত সবাই বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করার পাশাপাশি বিপদ-আপদে সবসময় এভাবে একত্রিত থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোন।

এসএসসি'১৫ ব্যাচের শরীফুল ইসলাম সাজিদ বলেন, আমার কাছে স্কুল জীবনটাই সেরা। বছরে একদিন ইফতারে আমরা সব বন্ধুরা একত্রিত হই। যার কারণে এই দিনটা আমার কাছে অন্যতম বিশেষ এক দিন।

নুরসাত খায়ের মিনার বলেন, একটা সময় স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গেই সময় বেশি কাটতো। যেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায়। কিন্তু জীবনের বাস্তবতায় একেকজন আজ একেক জায়গায়। তবুও বছরের এই একটা দিন সকল কাজ ফেলে রেখে এই মিলনমেলায় একত্রিত হই।

বদরুল আলম বলেন, প্রতিবছর ঈদের আগমূহুর্তে এই মিলনমেলা আমাদের ঈদের আনন্দটাকে সবসময় বাড়িয়ে দেয়। ইনশাল্লাহ যে কয়দিন বেঁচে আছি ততোদিন এই মিলনমেলায় অংশগ্রহণ করে যাবো।

আব্দুল্লাহ আল মফিজ বলেন, অনেক ব্যস্ততার মাঝেও বছরের একটা দিন আমরা স্কুল বন্ধুরা একসাথে হই। আজ স্কুলের বন্ধুদের সাথে ইফতার করে আমি ভীষণ উচ্ছ¡সিত। তবে আমাদের ব্যাচের সবাই উপস্থিত হতে পারলে আরও বেশি ভালো লাগতো।

এসময় এসএসসি-২০১৫ ব্যাচের আরও উপস্থিত ছিলেন নেওয়াজ শরীফ সাদী, শহীদুল ইসলাম, সবুজ মিয়া, সিফাতুল্লাহ খান, রাশেদুল ইসলাম রাজু, রিয়াজুল হাসান, এমদাদ, শাকিল আহম্মেদ, নাদিম, আলি সাকিব, মামুন, নাজমুস শাকিল, আমিনুল ইসলাম সাগর, রাফিউজ্জামান, দেলোয়ার, সোহান, ফাহিম, অনিক, তৌকির, হাবিব ওমর ও আজিজুল হাকিম বিজয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ বন ধ ত ব র একত র ত ল ইসল ম ম লনম ল জ বন র র বন ধ

এছাড়াও পড়ুন:

এসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে। এই পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা আলোচনার পর গণিতের পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৮ ঘণ্টা আগে

লিখিত পরীক্ষা ৮ মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু বৈসাবি উৎবের কারণে এই পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০ এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনার পরে আবার পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে।

আরও পড়ুন‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয়১৮ মার্চ ২০২৫২০২৫ সালের এসএসসির কোন পরীক্ষা কোনো দিন—

১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র

১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র

১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র

২১ এপ্রিল: গণিত

২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা)

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ময়মনসিংহ।

সম্পর্কিত নিবন্ধ

  • যখনই আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি:শাকিব  
  • এসএসসি পরীক্ষা–২০২৫: প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
  • বাউবিতে এইচএসসি প্রোগ্রাম, ভর্তি সব শাখায়
  • এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি ১৫ নির্দেশনা
  • প্রশ্নফাঁস ঠেকাতে ১০ এপ্রিল থেকে ৩৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার
  • এসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে
  • সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তিতে নেবে ২৫ জন, আবেদন করুন দ্রুত
  • পেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫ এর নতুন রুটিন প্রকাশ
  • ডাক বিভাগে বড় নিয়োগ, পদ সংখ্যা ৫০৪