কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
Published: 21st, March 2025 GMT
পটুয়াখালীর দুমকী উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো.
আরো পড়ুন:
রাজশাহীর মিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা
ভুক্তভোগী ওই কলেজছাত্রী জুলাই বিপ্লবে শহীদের মেয়ে।
আরো পড়ুন: পটুয়াখালীর সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান
গ্রেপ্তার সিফাত মুন্সি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।
এসপি আনোয়ার জাহিদ বলেন, “এটি একটি স্পর্শকাতর মামলা। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
আরো পড়ুন: ধর্ষণের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ
পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, “সম্প্রতি দুমকী থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
গত ১৮ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় দুমকী উপজেলার আলগী এলাকায় ওই মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরদিন ১৯ মার্চ ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুমকী থানায় মামলা করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সি (১৭) ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন।
আরো পড়ুন: জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে গত বুধবার অভিযান চালিয়ে সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ সিফাত মুন্সিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
মঞ্চে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো রম্য নাটক ‘সংস অব হকারস’ বা ‘হকারদের গান’।
আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে গত বৃহস্পতি ও শুক্রবার নাটকটি উপভোগ করেছেন ঢাকার দর্শকেরা।
নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ফরাসি নাট্যব্যক্তিত্ব যাযি আয়ুন। নৃত্য, গান, পুতুলনাচ, অ্যাক্রোব্যাটিকসসহ বিচিত্র পরিবেশনায় প্রযোজিত নাটকটি দেখতে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল।
যাযি আয়ুন বেশ কিছুদিন নিউমার্কেট, ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। কাছ থেকে হকারদের কর্মতৎপরতা দেখেছেন। সে অভিজ্ঞতা নিয়ে লিখেছেন এ নাটক। তিনি স্থানীয় তরুণ নাট্যকর্মীদের কর্মশালায় প্রশিক্ষণ দেন। নাটকটিতে দৈনন্দিন জীবনের অতি পরিচিত তিনটি আলাদা গল্প সাজিয়েছেন লেখক; ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’। আর মঞ্চে গল্পগুলো বলতে ১৯ শতাব্দীর ফরাসি নাট্যশৈলী ‘গ্র্যান্ড গুইনিওল’ কৌশল ব্যবহার করেছেন নির্দেশক।
১ ঘণ্টার নাটকে ঢাকার রাস্তার হকারদের ব্যস্ততা, ক্লান্তিকর জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে কৌতুকপূর্ণ উপস্থাপনায়। হাস্যরসের মধ্য দিয়ে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প বলেছেন নাট্যকার।
সংলাপগুলো ভাঙা ভাঙা ইংরেজি ও বাংলা ভাষার মিশ্রণে লেখা। নাট্যকারের ভাষ্যে, শহরের বিশৃঙ্খল জীবনের মধ্যে হকাররা তাঁদের বিভিন্ন পণ্য দিয়ে এবং সুপারমার্কেটের চেয়ে সস্তায় সেগুলো বিক্রি করে অনেকের জীবন হয়তো সহজ করে তোলেন। তাই এ নাটক জীবনঘনিষ্ঠ। এতে অভিনয় করেছেন ইমাম হোসেন, মো. সোহেল রানা, পি কে ফজল, সুরাইয়া তাসনিম প্রমুখ।
আরও পড়ুনআঁলিয়স ফ্রঁসেজে মীর লোকমানের একক মূকাভিনয় শুক্রবার১১ আগস্ট ২০১৬