নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই কম্প্যানিয়ন’ চ্যাটবটে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুম। নতুন এ উদ্যোগের আওতায় শিগগিরই চ্যাটবটটিতে ‘এজেন্টিক এআই’ ফিচার যুক্ত করা হবে। ব্যবহারকারীদের কাজের ধরন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করে দেবে ফিচারটি। এর ফলে ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারবেন জুম ব্যবহারকারীরা।

জুমের তথ্যমতে, নতুন ফিচারটি জুম ওয়ার্কপ্লেসের ‘টাস্কস’ ট্যাবে পাওয়া যাবে। এর ফলে সহজেই ফিচারটি চালু করে অনলাইন বৈঠকের সময় নির্ধারণ, আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এ বিষয়ে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, ‘এআইকে প্রতিটি পণ্য ও যোগাযোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে এটি ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও সহায়ক হয়ে ওঠে। আমাদের এআই কম্প্যানিয়ন এখন প্রতিটি পণ্যের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যা সহজ ও কার্যকর অভিজ্ঞতা তৈরি করবে।’

আরও পড়ুনজুম সভায় স্ক্রিন শেয়ার করবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৩

এআই কম্প্যানিয়নের পাশাপাশি জুম ওয়ার্কপ্লেসে আরও নতুন ফিচার যুক্ত হচ্ছে, যার মধ্যে ভয়েস রেকর্ডার অন্যতম। ফিচারটি অনলাইন বৈঠকের তথ্য ধারণ করে লিখিত আকারে সংরক্ষণ করবে এবং মূল বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করবে। এ ছাড়া ‘লাইভ নোটস’ নামের আরও একটি ফিচার যুক্ত হচ্ছে, যা জুম বৈঠক ও ফোনকলের রিয়েল টাইম সারসংক্ষেপ তৈরি করে দেবে।

এআই কম্প্যানিয়ন ফিচারটি আগামী মাসে চালু হবে। প্রতি মাসে ১২ ডলারের বিনিময়ে ব্যবহার করা যাবে ফিচারটি। বেশ কিছু অ্যাভাটারের টেমপ্লেট যুক্ত থাকায় ফিচারটি কাজে লাগিয়ে সহজেই নিজেদের প্রয়োজনমতো কাস্টম অ্যাভাটার তৈরি করা যাবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ক ত কর

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে এমএস, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচে প্রফেশনাল ইন এমএস মনোবিজ্ঞান প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের সুযোগ অনলাইন ও অফলাইন পদ্ধতিতে।

ভর্তির যোগ৵তা

১. আবেদনকারীকে যেকোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. ব্যাচেলর বা সমমান (তিন বছরের বিএ/বিকম/বিএসসি) পরীক্ষায় সিজিপিএ ২.৫০ (৪–এর মধ্যে) পেতে হবে।

৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ ( ৫ পয়েন্টের মধ্যে) থাকতে হবে।

আরও পড়ুনবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়ের বাইরের বিষয় পড়াশোনার সুযোগ বন্ধের উদ্যোগ২০ মার্চ ২০২৫অফলাইন পদ্ধতি

অফলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে জনতা ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করপোরেট শাখা, হিসাব: Professional MS in Psychology Admission, হিসাব নম্বর: 0100267530593-এ আবেদন ফি জমা প্রদান করে, জমা রসিদের মূলকপি এবং এক সেট ফটোকপি জমা দিয়ে টেকনিক্যাল অফিসারের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। প্রার্থীর নিজ হাতে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র জমা দিতে হবে।

অনলাইন পদ্ধতি

মনোবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ আবেদন ফরমটি নিজ হাতে যথাযথভাবে পূরণ করে বিভাগের ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রসিদের স্ক্যান কপি পাঠাতে হবে। স্ক্যান কপির ওপর শিক্ষার্থীর পূর্ণ নাম লিখতে হবে।

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫প্রবেশপত্র সংগ্রহ

অফলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে পূরণ করে আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র, টাকা জমা দেওয়ার রসিদের মূল কপি ও ছবি জমা দিয়ে বিভাগীয় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনবাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ১৮ মার্চ ২০২৫ভর্তি পরীক্ষার বিষয়

পরীক্ষায় এমসিকিউ ও রচনামূলক দুই ধরনের প্রশ্ন থাকবে। মনোবিজ্ঞান পরিচিতি ২৫, গবেষণা পদ্ধতি ও মৌলিক পরিসংখ্যান ২৫, ইংরেজি ২৫, মৌখিক পরীক্ষা ২৫। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

ভর্তির বিস্তারিত তারিখ

১. আবেদনপত্র গ্রহণ ও জমার শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

২. লিখিত পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, সকাল ৯টা থেকে ১০টা

৩. মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫

৪. ফলাফল প্রকাশের তারিখ: ২৫ এপ্রিল ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ১০ মে ২০২৫

বিস্তারিত তথ্য জানতে:

সম্পর্কিত নিবন্ধ