হাউস অব বাটারফ্লাই-এর সঙ্গে ‘ঈদের খুশিতে জমবে উৎসব’
Published: 21st, March 2025 GMT
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসবের আয়োজন! ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই শুরু করেছে ‘ঈদের খুশিতে জমবে উৎসব’ ক্যাম্পেইন। ঈদ উদ্যাপনকে আরও উপভোগ্য করতে এই ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় সব অফার, যা ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
এই অফারে ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও ওয়ার্লপুলসহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য কিনে গ্রাহকেরা পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। একই সঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত, টিভিতে ১৬ হাজার ১০০ টাকা পর্যন্ত এবং ‘গরম এখন আরামের’ ক্যাম্পেইনের আওতায় এসিতে ১৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয় উপভোগ করা যাবে।
হাউস অব বাটারফ্লাই-এর হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে আমরা নিয়ে এসেছি বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশিতে জমবে উৎসব’। একই সঙ্গে গরমের কথা মাথায় রেখে শুরু করেছি এসি ক্যাম্পেইন ‘গরম এখন আরামের’। যেখানে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় অফার ও নগদ সাশ্রয়ের সুযোগ। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইনগুলো গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এবং তাঁদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।’
ঈদের অফারের সঙ্গে ক্রেতারা আরও কিছু আকর্ষণীয় সুবিধাও পাবেন। যেমন এক্সচেঞ্জ অফার, যেখানে পুরোনো এসি, টিভি, ফ্রিজ বদলে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্য সমন্বয়ে নতুন পণ্য নিতে পারবেন এবং ট্রাই অ্যান্ড বাই অফার, নির্দিষ্ট মডেলের পণ্য আগে ব্যবহার করে দেখার সুযোগ।
এ ছাড়া ক্রেতারা যেকোনো সময়ে হাউস অব বাটারফ্লাই থেকে পণ্য কিনে উপভোগ করতে পারবেন কিস্তিতেই স্বস্তি অফার, যেখানে ক্যাশ কিস্তিতে পছন্দের পণ্য কেনা যাবে ১৫% ডাউন পেমেন্টে; ব্যাংক ইএমআই সুবিধা, যা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইএমআইতে কেনার সুযোগ।
অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন
হেল্পলাইন নম্বর-১৬৫৭১
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক য ম প ইন আনন দ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে বৈসু’র বর্ণিল শোভাযাত্রা
পাহাড়ে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসু উৎসব’ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা করেছে খাগড়াছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদ।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে শোভাযাত্রাটি খাগড়াছড়ি টাউন হল থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে মিলনপুর ত্রিপুরা কল্যাণ সংসদে গিয়ে শেষ হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা সস্প্রদায়ের লোকজন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে উৎসবমুখর পরিবেশে হেসে হেলে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন।
মূলত ১৩ এপ্রিল ত্রিপুরা সস্প্রদায়ের হারি বৈসুর মধ্যে দিয়ে ৩ দিনের বৈসু উৎসব শুরু হবে।
ঢাকা/রূপায়ন/টিপু