ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসবের আয়োজন! ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই শুরু করেছে ‘ঈদের খুশিতে জমবে উৎসব’ ক্যাম্পেইন। ঈদ উদ্‌যাপনকে আরও উপভোগ্য করতে এই ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় সব অফার, যা ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

এই অফারে ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও ওয়ার্লপুলসহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য কিনে গ্রাহকেরা পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। একই সঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত, টিভিতে ১৬ হাজার ১০০ টাকা পর্যন্ত এবং ‘গরম এখন আরামের’ ক্যাম্পেইনের আওতায় এসিতে ১৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয় উপভোগ করা যাবে।

হাউস অব বাটারফ্লাই-এর হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে আমরা নিয়ে এসেছি বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশিতে জমবে উৎসব’। একই সঙ্গে গরমের কথা মাথায় রেখে শুরু করেছি এসি ক্যাম্পেইন ‘গরম এখন আরামের’। যেখানে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় অফার ও নগদ সাশ্রয়ের সুযোগ। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইনগুলো গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এবং তাঁদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।’

ঈদের অফারের সঙ্গে ক্রেতারা আরও কিছু আকর্ষণীয় সুবিধাও পাবেন। যেমন এক্সচেঞ্জ অফার, যেখানে পুরোনো এসি, টিভি, ফ্রিজ বদলে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্য সমন্বয়ে নতুন পণ্য নিতে পারবেন এবং ট্রাই অ্যান্ড বাই অফার, নির্দিষ্ট মডেলের পণ্য আগে ব্যবহার করে দেখার সুযোগ।

এ ছাড়া ক্রেতারা যেকোনো সময়ে হাউস অব বাটারফ্লাই থেকে পণ্য কিনে উপভোগ করতে পারবেন কিস্তিতেই স্বস্তি অফার, যেখানে ক্যাশ কিস্তিতে পছন্দের পণ্য কেনা যাবে ১৫% ডাউন পেমেন্টে; ব্যাংক ইএমআই সুবিধা, যা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইএমআইতে কেনার সুযোগ।

অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন

হেল্পলাইন নম্বর-১৬৫৭১

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক য ম প ইন আনন দ

এছাড়াও পড়ুন:

লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের প্রস্তুতি সভায় দুই পক্ষের হট্টগোল

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভা হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের হট্টগোলের মধ্যে শেষ হয়েছে। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।

বুধবার (১৯ মার্চ) সকাল  সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর সাহা বক্তব্য প্রদান কালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে থাকেন "এই সংকর সাহা সাধারণ সম্পাদক থাকাকালীন ৮৫টি মূর্তি ভাঙ্গা হয়েছে সেলিম ওসমানের পরামর্শে। এরপর থেকেই শুরু হয় বিশৃঙ্খলা যা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

পরে সভার সভাপতি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি দুই গ্রুপ এভাবে ঝগড়া করেন তাহলে অনুষ্ঠান আয়োজন করা কষ্ট হয়ে যাবে। পুণ্য স্নানে যারা পুণ্যার্থী আসবেন তারা আতঙ্কিত হয়ে থাকবেন আপনাদের দুই পক্ষের ঝগড়ার কারণে।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে আজ লজ্জাবোধ করছি আপনাদের এই আচরণের কারণে। আপনারা যদি এই আচরণ অব্যাহত রাখেন তাহলে পূণ্য স্নানে পাপ মোচন হবে না বরং আরো পাপের বোঝা ভারী হবে। এটা পেশি শক্তি দেখানোর জায়গা না। আপনারা নিজেরা ঝগড়া বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হন। আমরা সবাই মিলে একটা সুন্দর আয়োজন করব।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই স্নান উৎসব আয়োজনের লক্ষ্যে দুটি পাল্টাপাল্টি কমিটি রয়েছে। আমি নিশ্চিত এই দুই কমিটি  একটা সংঘর্ষে জড়াবে। তাই আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো সকলকে নিয়ে একটি আয়োজক কমিটি গঠন করে দেয়ার জন্য। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দীর্ঘদিন যাবত এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই বছর এই আয়োজনকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা এই রাষ্ট্রের শত্রু দেশের শত্রু। বাংলাদেশের ভাবমূর্তি বহি:বিশ্বে নষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত হিসেবে আমরা ধরে নেবো। তাই আমরা চাই সকলে মিলেমিশে একটি সুন্দর আয়োজন করতে।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন লাঙ্গলবন্দ স্নান উৎসব আয়োজনের লক্ষ্যে যেসব প্রতিবন্ধকতা গুলো আছে সেগুলো সমাধানে বিভিন্ন দিকনির্দেশনা লিখিত আকারে পড়ে শুনান এবং দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক ( উপ- সচিব) ড. মো: মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও মো. নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক তাপস কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, মহাতীর্থ লাঙ্গলবন স্নান উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অপর্ণা রায়, সদস্য সচিব জয়কে রায় চৌধুরী বাপ্পি, উপদেষ্টা ননী গোপাল সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, এড. রাজিব মন্ডলসহ লাঙ্গলবন্দ স্নান উৎসব আয়োজনে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এল ইজি ফ্যাশন
  • লাঙ্গলবন্দ নিয়ে বিভক্ত না’গঞ্জের হিন্দু সম্প্রদায়
  • লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের প্রস্তুতি সভায় দুই পক্ষের হট্টগোল
  • মোটরসাইকেলে ভারতে প্রবেশ, দুই বাংলাদেশি আটক
  • উৎসবে সতেজ ত্বক