নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন আরো তিনজন। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত নজিম উদ্দিন একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নওপাড়া গ্রামের বন্দের আলী ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সিরাজ উদ্দিনের ছেলে ও ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম (৩৮) ও বাবু মিয়া (৪৫)। 

আরো পড়ুন:

হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারো নেতৃত্বে আ.

লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

ধামরাইয়ে বিএনপি নেতা হত্যার নেপথ্যে মাটি ব্যবসার বিরোধ

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানের জমি নিয়ে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। আজ গনি মিয়ার ছেলে ওমর ফারুখ ও জামাই ফারুখ হোসেনের সঙ্গে জাহাঙ্গীর আলমের কথা-কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে ওমর ফারুখ নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করেন। এসময় তাকে উদ্ধার করতে এলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক নজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

বড়াইগ্রাম থানার কর্মকর্তা (তদন্ত ওসি) মাহবুবুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/আরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন হত আহত জ হ ঙ গ র আলম ব এনপ র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া

সিদ্ধিরগঞ্জে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কদমতলী এলাকায় অ্যাসোসিয়েনটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অ্যাসোসিয়েশনটির সদস্যরা
 সংগঠনের সার্বিক মঙ্গল কামনায় দোয়া প্রার্থণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনটির সভাপতি মো. মোশারেফ হোসেন, উপদেষ্টা আবুল কাশেম, মাওলানা রইছউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির সাইফুল, সহকারী সাধারণ সম্পাদক এস.এম কারুজ্জামান শিবলু, সদস্য আল হেলাল, রাসেল মাহমুদ, সাইফুল্লা, টিপু সুলতান, আল ইসলাম, আরিফ ঢালী, মামুন খান প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপায়ণ টাউন মসজিদে সংঘর্ষ ও হাতুড়িপেটা, আহত ৬
  • কালিয়াকৈরের বনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক 
  • বরিশালে নাহিদ ইসলাম ইসলামের সামনেই ২ গ্রুপের হাতাহাতি
  • ঢাকা দক্ষিণ সিটি পরিচালনা কমিটির পঞ্চম সভা
  • মুরাদনগরে কবরস্থানে মাটি ফেলা নিয়ে দ্বন্দ্ব, মারধরে আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র মার্কিন মালিকানায় নেওয়ার প্রস্তাব ট্রা
  • বাড়ির উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশুটিকে
  • সিদ্ধিরগঞ্জে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া
  • সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে