বলিউডের তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। আয়ান মুখার্জি নির্মিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তা প্রেমে রূপ নেয়। তবে সবকিছু ছাপিয়ে এ যুগলের প্রেম পরিণয় পেয়েছে। তাদের সংসার আলো করে এসেছে একটি কন্যাসন্তান।

দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন আলিয়া-রণবীর। কিন্তু ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বললেন— “আলিয়া আমার প্রথম স্ত্রী নয়।” ‘বরফি’ তারকার এতটুকু বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু এমন মন্তব্য কেন করলেন এই তারকা?

ঘটনার বর্ণনা দিয়ে রণবীর কাপুর বলেন, “আমি এটাকে পাগলামি বলব না। তাহলে বিষয়টি নেতিবাচক অর্থে চলে যেতে পারে। একটি মেয়ের গল্প আমার মনে আছে। মেয়েটি একজন পুরোহিত সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। বাড়ির গেটে দাঁড়িয়ে মেয়েটি বিয়ে করে। আমি তাকে কখনো দেখিনি; সিকিউরিটি গার্ড এসব আমাকে বলেছে।”

আরো পড়ুন:

রণবীরের সেই নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন পরিচালক

বলিউডের ‘লাস্ট সুপারস্টার’ তারা!

পরের ঘটনা বর্ণনা করে আলিয়া ভাট বলেন, “আমি আমার বাবা-মায়ের সঙ্গে বাংলোতে থাকতাম। সেই বাংলোর গেটে সিঁদুরের টিপ এবং কিছু ফুল রাখা ছিল। সেই সময়ে আমি শহরের বাইরে ছিলাম। এসব শুনে তো অবাক। এটা ভক্তের পাগলামো আর কি! আমার সেই প্রথম স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি। আমি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুতরাং, আলিয়া আমার প্রথম স্ত্রী নয়।”

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রণব র ক প র আল য় ভ ট প রথম স ত র রণব র

এছাড়াও পড়ুন:

উত্ত্যক্তের বিচার চাওয়ায় শ্লীলতাহানি, অপমানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর

নোয়াখালীর হাতিয়া উপজেলায় উত্ত্যক্তের বিচার চাওয়ায় এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমানে স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছে পরিবার।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তিনজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা–যাওয়ার সময় প্রায় উত্ত্যক্ত করতেন স্থানীয় তিন বখাটে তরুণ। এ বিষয়ে সামাজিকভাবে বিচার চাওয়া হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ব্যক্তিরা। পরে গতকাল রাতে ঘর থেকে বের হয়ে শৌচাগারে যাওয়ার সময় ওই ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে।

ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। অভিযুক্ত তিনজন এলাকায় অনেক অপকর্মে জড়িত বলে জানান তিনি।

ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছাত্রীটি মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত ছেলেগুলো এলাকায় বখাটেপনা করে বেড়ায়। মেয়ের বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, উত্ত্যক্ত ও নির্যাতনের শিকার হয়ে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। তাঁরা হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ