রাজশাহীতে ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, স্বস্তিতে আমচাষি
Published: 21st, March 2025 GMT
লঘুচাপের প্রভাবে সারাদেশের বিভিন্ন স্থানের মত রাজশাহীতেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে স্বস্তি প্রকাশ করেছেন এ অঞ্চলের আমচাষিরা।
আজ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে আসায় শীতল পরিবেশ বিরাজ করছে। পড়েছে হালকা শীতের আমেজ। তীব্র গরমের পর স্বস্তি মিলেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। সারাদিনই আকাশে মেঘ ছিল। দিনের বিভিন্ন সময় থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবারও আবহাওয়া অপরিবর্তিত থাকবে। বৃষ্টি শেষ হলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।
এদিকে রাজশাহী অঞ্চলের আমগাছে মুকুলের পর দেখা দিয়েছে আমের গুটি। এ সময় বৃষ্টিপাতকে আশীর্বাদ হিসেবে দেখছেন চাষিরা। তারা বলছেন, এতে খরার কবল থেকে আমের গুটি রক্ষা পেল। আম ঝরা কমবে। ফলন ভালো হবে। সেচের খরচ থেকেও চাষিরা রক্ষা পেল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চিত্রনায়িকা বর্ষা যে কারণে অভিনয় ছাড়ার কথা বললেন
ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে। হাতে রয়েছে তাঁর কয়েকটি ছবি। এই চিত্রনায়িকা দুই সন্তানের মা। এক ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানিয়েছেন, তিনি নায়িকাজীবন থেকে সরে যাবেন, পরিবারকে সময় দেবেন।
গতকাল বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা। তাঁর ভাষ্যমতে, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’
অনন্ত জলিল ও বর্ষা