সুয়েজ খাল থেকে মাসে ৮০ কোটি ডলার হারাচ্ছে মিসর: সিসি
Published: 21st, March 2025 GMT
আঞ্চলিক সহিংস পরিস্থিতির কারণে সুয়েজ খাল থেকে মিসর প্রতি মাসে প্রায় ৮০ কোটি ডলার আয় হারাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দেশটির সশস্ত্র বাহিনীর ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এর আগে ডিসেম্বরে সিসি বলেছিলেন, কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে চলায় ২০২৪ সালে সুয়েজ খাল থেকে দেশটির আয় কমবে প্রায় ৭০০ কোটি ডলার। এদিকে গত সপ্তাহে ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুতি গোষ্ঠী হুমকি দিয়েছে, ইসরায়েল যদি গাজার ওপর থেকে অবরোধ না তোলে, তবে তারা লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলি জাহাজের ওপর আবার হামলা চালাবে। এর মধ্যেই মার্কিন বাহিনী হুতিদের ওপর হামলা শুরু করেছে। ফলে সার্বিকভাবে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন আরও ব্যাহত হতে পারে বলেই আশঙ্কা। খবর আরব নিউজের।
এ ধরনের নানা প্রতিবন্ধকতার মধ্যেও মিসর অর্থনৈতিকভাবে ভালোই করছে বলে মনে করেন সিসি। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব তো আছেই। অন্যান্য দেশের মতো মিসরকেও সেই সংকট মোকাবিলা করতে হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ মিসরের জন্য নতুন ঋণ অনুমোদন করেছে—এ ঘটনা উল্লেখ করে সিসি বলেছেন, মিসর ভালোই করছে।
বিশ্ববাণিজ্যের ১২ শতাংশের বেশি পণ্য পরিবহন হয় এ খাল দিয়ে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের বাণিজ্যের প্রাণভোমরা হলো মিসরের এ খাল। ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়।
সুয়েজ খাল যেমন মিসরের আয়ের বড় উৎস, তেমনি এ খাল নিয়ে মিসরের বিপদও কম নয়। আধুনিক ইতিহাসে মিসরের ওপর যত যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার সব কটি সুয়েজ খালের দখল নিয়ে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসরায়েল। সুয়েজ খালের ওপর তাদের শ্যেন দৃষ্টি অনেক আগে থেকেই। মিসরের কাছে এর গুরুত্ব অপরিসীম। বছরে ৬০০ কোটি ডলারের বেশি নগদ আয়। দেশটির আয়ের তৃতীয় বৃহত্তম উৎস এটি।
বিশ্লেষকেরা মনে করেন, মিসরের কাছে সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব একমাত্র বিবেচ্য নয়। আঞ্চলিক ক্ষেত্রে প্রভাব তৈরির ক্ষেত্রে যত অস্ত্র মিসরের ভান্ডারে আছে, সুয়েজ খাল তার অন্যতম। মিসরের সবচেয়ে বড় অস্ত্র এ খাল। যুক্তরাষ্ট্র যেসব কারণে মিসরকে গুরুত্ব দেয়, সেটির পেছনেও রয়েছে সুয়েজ খাল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ওপর
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে এমএস, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচে প্রফেশনাল ইন এমএস মনোবিজ্ঞান প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের সুযোগ অনলাইন ও অফলাইন পদ্ধতিতে।
ভর্তির যোগ৵তা১. আবেদনকারীকে যেকোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. ব্যাচেলর বা সমমান (তিন বছরের বিএ/বিকম/বিএসসি) পরীক্ষায় সিজিপিএ ২.৫০ (৪–এর মধ্যে) পেতে হবে।
৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ ( ৫ পয়েন্টের মধ্যে) থাকতে হবে।
আরও পড়ুনবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়ের বাইরের বিষয় পড়াশোনার সুযোগ বন্ধের উদ্যোগ২০ মার্চ ২০২৫অফলাইন পদ্ধতিঅফলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে জনতা ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করপোরেট শাখা, হিসাব: Professional MS in Psychology Admission, হিসাব নম্বর: 0100267530593-এ আবেদন ফি জমা প্রদান করে, জমা রসিদের মূলকপি এবং এক সেট ফটোকপি জমা দিয়ে টেকনিক্যাল অফিসারের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। প্রার্থীর নিজ হাতে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র জমা দিতে হবে।
অনলাইন পদ্ধতিমনোবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ আবেদন ফরমটি নিজ হাতে যথাযথভাবে পূরণ করে বিভাগের ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রসিদের স্ক্যান কপি পাঠাতে হবে। স্ক্যান কপির ওপর শিক্ষার্থীর পূর্ণ নাম লিখতে হবে।
আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫প্রবেশপত্র সংগ্রহঅফলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে পূরণ করে আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র, টাকা জমা দেওয়ার রসিদের মূল কপি ও ছবি জমা দিয়ে বিভাগীয় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনবাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ১৮ মার্চ ২০২৫ভর্তি পরীক্ষার বিষয়পরীক্ষায় এমসিকিউ ও রচনামূলক দুই ধরনের প্রশ্ন থাকবে। মনোবিজ্ঞান পরিচিতি ২৫, গবেষণা পদ্ধতি ও মৌলিক পরিসংখ্যান ২৫, ইংরেজি ২৫, মৌখিক পরীক্ষা ২৫। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।
ভর্তির বিস্তারিত তারিখ১. আবেদনপত্র গ্রহণ ও জমার শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫
২. লিখিত পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, সকাল ৯টা থেকে ১০টা
৩. মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫
৪. ফলাফল প্রকাশের তারিখ: ২৫ এপ্রিল ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ১০ মে ২০২৫
বিস্তারিত তথ্য জানতে: