ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাটোরে শোভাযাত্রা
Published: 21st, March 2025 GMT
নাটোরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় মিলিয়নিয়ার অফার উপলক্ষে শোভঅযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাটোর এরিয়ার ওয়ালটন প্লাজার উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১মার্চ ) সকাল সাড়ে ১০টায় নাটোরে হেলিপ্যাড মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উত্তরা গণভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অতিথিরা অনুষ্ঠান উদ্বোধন করেন।
হেলিপ্যাড মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- নাটোর সদর থানার ওসি (তদন্ত) শহীদুল্লাহ ইসলাম, ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার মো.
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জানানো হয়, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়া পাচ্ছেন কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম থেকে ক্রেতাদের উপহার বুঝিয়ে দেওয়া হবে বলে জানান শোরুমের ম্যানেজারগণ।
ঢাকা/আরিফুল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর লটন প ল জ র ম য ন জ র
এছাড়াও পড়ুন:
হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। ৬ এপ্রিল রবিবার থেকে আবার আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ঢাকা/মোসলেম/রাসেল