ম্যাচটা হেরেই যাচ্ছিল স্পেন। তবে বদলি হয়ে নামা মিডফিল্ডার মিকেল মেরিনো শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের হাত থেকে বাঁচান দলকে। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ডাচদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন।
রটারডামে লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে প্রথমার্ধের নয় মিনিটের মাথায় লিড এনে দেন নিকো উইলিয়ামস। ডাচ ফুল-ব্যাক জরেল হাতো নিজের ডিফেন্সে বল হারালে উইলিয়ামস সুযোগটি কাজে লাগান। এরপরই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৮ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় ডাচরা। বিরতির পর খেলা শুরু হলে ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইন্ডার্সের নিচু শট এগিয়ে দেয় তাদের। সেই ব্যবধান রেখেই খেলা এগুচ্ছিল। তবে ম্যাচের ৮১ মিনিটে হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, দশজনের দলে পরিণত হয় ডাচরা। স্পেন সে সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে। যোগ করা সময়ে মেরিনো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের ড্র নিশ্চিত করেন।
আরো পড়ুন:
স্পেনে বাড়ি কিনতে দিতে হবে ১০০ শতাংশ কর
চমক রেখে স্পেনের নেশন্স লিগের দল
এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
আগামী রোবিবার (২৩ মার্চ, ২০২৫) ভ্যালেন্সিয়ায় দ্বিতীয় লেগে মাঠে নাম্বে দুদল।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২০ মার্চ ২০২৫)
ফিফা বিশ্বকাপ বাছাই ও উয়েফা নেশনস লিগের কয়েকটি ম্যাচ আজ।ফিফা বিশ্বকাপ বাছাই
মোজাম্বিক–উগান্ডা
সন্ধ্যা ৭টা, ফিফা+ ওয়েবসাইট
জিম্বাবুয়ে–বেনিন
রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইট
লিবিয়া–অ্যাঙ্গোলা
রাত ১টা, ফিফা+ ওয়েবসাইট
তুরস্ক–হাঙ্গেরি
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ১
আর্মেনিয়া–জর্জিয়া
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ২
ডেনমার্ক-পর্তুগাল
রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস টেন ২
ইতালি–জার্মানি
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস টেন ৫
ক্রোয়েশিয়া–ফ্রান্স
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস টেন ১
নেদারল্যান্ডস–স্পেন
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস টেন ৩