কলেজ জীবনের প্রেম সাধারণত তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সকল বাধা টপকানোর ক্ষমতা রাখে। তেমনই এক দুর্বার প্রেমের গল্পে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’। সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আর তাতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক প্রমুখ।

ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে এই নাটকে দুটি ভিন্ন লুক ও চরিত্রে হাজির হবেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। এ প্রসঙ্গে নির্মাতা মিফতাহ্ জানান, ‘অবুঝ প্রেম’ নাটকের চ্যালেঞ্জিং অংশ ছিলো দুটি। একটি কলেজ জীবনের গেটআপ অন্যটি কারাগার ও পাগলা গারদের গেটআপ, মেকআপ ও অভিনয়। দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন ইয়াশ-নিহা। এমনটাই প্রতিক্রিয়া নির্মাতা পক্ষের।

এদিকে গল্পের বিষয়ে আগাম একেবারেই মুখ কুলতে চাইছেন না সংশ্লিষ্ট কেউ। নির্মাতা শুধু এটুকু আঁচ দিলেন, এটি শতভাগ খাঁটি প্রেমের একটি গল্প। যেখানে প্রেম আছে, পাল্লা দিয়ে থাকছে বিরহ-ও। ‘অবুঝ প্রেম’ ছাড়াও এবারের ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছি ২০টি নাটক। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে বিশেষ নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।    
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন জন ন ন হ

এছাড়াও পড়ুন:

পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও

৩ উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙালেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি।

রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। শেষ ওভারে চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন রিশাদ।

রাইলি রুশোকে বোল্ড করেছেন রিশাদ

সম্পর্কিত নিবন্ধ