ঢাকার আজিমপুরের বিসি দাস স্ট্রিটে  তাহিয়া তাসনিম ওরফে ফিমা (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। গৃহবধূর পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাহিয়ার বাবা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন,  দেড় বছর আগে নিউ পল্টনের বাসিন্দা ব্যবসায়ী কাজী সাগরের সঙ্গে তাহিয়া তাসনিমের বিয়ে হয়। কাজী সাগর স্বর্ণের ব্যবসা করেন। তাহিয়াকে বিয়ের আগে সাগর আরেকটি বিয়ে করেছিলেন, তা তাঁরা জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে কাজী সাগরের পারিবারের সঙ্গে তাঁদের মনোমালিন্য দেখা দেয়।

তাহিয়ার বাবা আরও বলেন, কয়েক দিন আগে তাহিয়াকে স্বামীর বাড়ি থেকে ৪১/২ বিসি দাস স্ট্রিটে বাবার বাসায় নিয়ে আসা হয়। গতকাল রাত ৯টার দিকে তাঁরা বাইরে যান। বাসায় ফিরে ডাকাডাকি করেও তাহিয়াকে পাননি। পরে তাঁরা চাবি দিয়ে দরজার তালা খুলে দেখতে পান তাহিয়া  গলায় ফাঁস লাগানো অবস্থায় মেঝেতে পড়ে আছে। রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাহিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো.

ফারুক বিষয়টি জানিয়েছেন।

তাজুল ইসলাম বলেন, তাঁদের অনুপস্থিতে কাজী সাগর বাসায় ঢুকে তাহিয়া তাসনিমকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় তিনি হত্যা মামলা করবেন। তিনি বলেন, তাঁর মেয়ে স্নাতক (সম্মানে) শ্রেণিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাহিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তাহিয়ার বাম চোখের নিচে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে। নাকের ওপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গলার ডান পাশের ওপরের অংশ নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। গলার দুই পাশে অর্ধা চন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। ডান পায়ের গোড়ালিতে সামান্য জখম রয়েছে।  

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈনু প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জ্যোতি-শারমিন 

আইসিসির নারী ক্রিকেটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। পাকিস্তানে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে ভালো খেলায় র‌্যাঙ্কিংয়ে পুরস্কার পেয়েছেন তারা। 

নিগার সুলতানা থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন। যা তার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ওই ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলেন জাতীয় দলের এই অধিনায়ক। 

দারুণ ওই দুই ইনিংস খেলায় ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১৬ লাফ দিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন জ্যোতি। তার মতো থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ভালো করেছেন শারমিন আক্তার। তিনি থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ২৪। শারমিন ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে এসেছেন। 
 
ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই বোলার। রাবেয়া খান সাত ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠেছেন। ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে আছেন। 

আইসিসির ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লওরা উলভার্ট, দুইয়ে আছেন স্মৃতি মান্দানা, তিনে আছেন নাতালিয়া স্কাইভার ব্রান্ট। ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সোফি এসলেসটন শীর্ষে আছেন, অ্যাশ গার্ডনার আছেন দুইয়ে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার আশেন শীর্ষে।

ভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। বাংলাদেশ বাছছাইপর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করছে জ্যোতির দল।   

সম্পর্কিত নিবন্ধ