হাসানের দ্রুততম শতকে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান
Published: 21st, March 2025 GMT
পাকিস্তানের জার্সিতে এটি ছিল হাসান নাওয়াজের তৃতীয় ম্যাচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতেই অভিষিক্ত হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। আর নেমেই করলেন দেশটির জার্সিতে দ্রুততম সেঞ্চুরি।
শুক্রবার (২১ মার্চ, ২০২৫) অ্যাকল্যান্ডের এডেন পার্কে বাঁচামরার এই লড়াইয়ে টস জিতে, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মার্ক চ্যাপম্যানের ঝড়ো ৯৪ রানের উপর ভর করে ২০৪ রানের পুঁজি পায় স্বাগতিক নিউ জিল্যান্ড।
পাকিস্তান ২০৫ রান তাড়া করতে নেমে ওপেনার হাসান তার প্রথম সেঞ্চুরি করেন। পাকিস্তানের ইতিহাসে এটি আবার দ্রুততম। এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান ৪৪ বলের তিন অংকে পৌঁছান, যা বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেয়।
আরো পড়ুন:
তরুণদের প্রতি আস্থা রাখার আকুতি রাউফের
রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ
ফলে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখে বিশাল জয় পায় পাকিস্তান। এই জয়ের ফলে সিরিজে টিকে রইল সফরকারী দলটি। যদিও স্বাগতিক নিউ জিল্যান্ড এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে আছে।
বিস্তারিত আসছে.
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চিত্রনায়িকা বর্ষা যে কারণে অভিনয় ছাড়ার কথা বললেন
ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে। হাতে রয়েছে তাঁর কয়েকটি ছবি। এই চিত্রনায়িকা দুই সন্তানের মা। এক ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানিয়েছেন, তিনি নায়িকাজীবন থেকে সরে যাবেন, পরিবারকে সময় দেবেন।
গতকাল বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা। তাঁর ভাষ্যমতে, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’
অনন্ত জলিল ও বর্ষা