যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আয়োজনে আন্তর্জাতিক খাবার ও সংস্কৃতির এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশের ‘পায়েস’ কূটনীতিকদের প্রশংসা কুড়িয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমসের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন লন্ডন এই পায়েস উপস্থাপন করে। অতিথিরা পায়েসের অনেক প্রশংসা করেন।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোর কূটনীতিকদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়। নিজ নিজ দেশের খাবার ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব জোরদার হয়।

ব্রিটিশ খাবারের পাশাপাশি লন্ডনের কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ দেশের খাবার এবং পানীয় উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশ্বব্যাপী খাবারের স্বাদের একটি আবহ তৈরি করে।

বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিত্বকারী প্রতিভাবান শিল্পীদের প্রাণবন্ত খাদ্য, পানীয় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সন্ধ্যাটি জমে ওঠে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক টন ত ক অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।

এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫

৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।

আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫

এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।

১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।

সম্পর্কিত নিবন্ধ