হাসান নওয়াজের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয়ের পথে ফিরেছে পাকিস্তান। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ২০৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মার্ক চ্যাপম্যান। মাত্র ৪৪ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল করেন ৩১ রান, টিম সেইফার্ট ১৯, ড্যারিল মিচেল ১৭ এবং ইশ সোধি ১০ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ। ৪ ওভারে ২৯ রান খরচায় নেন ৩টি উইকেট। এছাড়া শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি প্রত্যেকে নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান শাদাব খান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখায় পাকিস্তান। মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ জুটি রানের গতি বাড়িয়ে দেন শুরু থেকেই। হারিস ২০ বলে ৪১ রান করে আউট হলেও, অপর প্রান্তে দাঁড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ ব্যাটার হাসান নওয়াজ। হাসান নওয়াজের ৪৫ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক সালমান আলির অপরাজিত ৫১ রানে ভর করে ১৬ ওভারেই ২০৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

আদিবাসী ছাত্রীর মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি

যশোরের কেশবপুরে একটি আবাসিক হোস্টেলে আদিবাসী ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সঠিক তদন্তের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা দলিত পরিষদের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন হয়। 
গত ১৪ মার্চ কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশনে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে আদিবাসী এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। 
মানববন্ধনে উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা দলিত পরিষদের সম্পাদক মিলন দাস, সহসম্পাদক শংকর দাস, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সহসভাপতি অসীম সরকার ও যোসেফ সরকার। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম ও মাসফি চৌধুরী অরিন, সাংবাদিক শামীম আখতার মুকুল, নারী নেত্রী সুফিয়া পারভিন শিখা, সমাজকর্মী তপন বালা প্রমুখ। 
বক্তাদের দাবি করেন, রাজেরুং ত্রিপুরাকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

সম্পর্কিত নিবন্ধ