সুগন্ধা নদীতে নৌকাডুবি: নিখোঁজ শিশুর লাশ তিন দিন পর উদ্ধার
Published: 21st, March 2025 GMT
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু রায়হান মল্লিকের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
খবর পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন। গত মঙ্গলবার ভোরে ঝালকাঠি নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতাল-৫–এর ধাক্কায় নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। প্রতিবেশী জেলে বিপ্লবের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল। লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার পর বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় ওঠেন। তবে নিখোঁজ হয় রায়হান।
আরও পড়ুনসুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, শিশু নিখোঁজ১৮ মার্চ ২০২৫নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আদিবাসী ছাত্রীর মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি
যশোরের কেশবপুরে একটি আবাসিক হোস্টেলে আদিবাসী ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সঠিক তদন্তের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা দলিত পরিষদের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন হয়।
গত ১৪ মার্চ কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশনে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে আদিবাসী এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে।
মানববন্ধনে উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা দলিত পরিষদের সম্পাদক মিলন দাস, সহসম্পাদক শংকর দাস, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সহসভাপতি অসীম সরকার ও যোসেফ সরকার। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম ও মাসফি চৌধুরী অরিন, সাংবাদিক শামীম আখতার মুকুল, নারী নেত্রী সুফিয়া পারভিন শিখা, সমাজকর্মী তপন বালা প্রমুখ।
বক্তাদের দাবি করেন, রাজেরুং ত্রিপুরাকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।