ধান ক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
Published: 21st, March 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ীতে জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী লাল নেংগড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামের এক কৃষককে আটক করা হয়েছে।
জানা গেছে, ফসল রক্ষায় স্থানীয় কৃষকরা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্য হাতির দল ধান ক্ষেতে কম প্রবেশ করে।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে বন্য হাতির একটি দল স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানের বোরো ধান খেতে খাবারের সন্ধানে আসে। একপর্যায়ে বৈদ্যুতিক লাইনের স্পর্শে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, ‘‘জিয়াউর রহমান জিয়া নামের এক কৃষক ফসল রক্ষায় জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রেখেছিলেন। সেই তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি একটি মাদী হাতি। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেয়া হবে। এছাড়া, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে।’’
ঢাকা/তারিকুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বন য হ ত র
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
শনিবার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাসচালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালক আমজাদ হোসেন বলেন, ‘‘শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বাসটি ছেড়ে আসে। রাত সাড়ে ৩টায় কুষ্টিয়া কাউন্টারে যাত্রী নামিয়ে বাকিদের নিয়ে মেহেরপুরে যাচ্ছিলাম। ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙা বটতৈল নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলি। এ সময় বাসের পাশাপাশি কয়েকটা ট্রাক ও নসিমনও আটকা পড়ে। হঠাৎ একদল মুখোশধারী ব্যক্তি জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে বাস থামাতে বলে। এ সময় বাঁধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। বাসের পাশে আটকে পড়া ট্রাক ও নসিমনেও ডাকাতি করেছে তারা।’’
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না। এ ঘটনায় তদন্ত চলছে।’’
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি দল কাজ করছে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব