দেশের অনেক অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্ক থাকায় স্বচ্ছন্দে অনলাইনে অডিও–ভিডিও কল করা সম্ভব হয় না। ফলে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে সমস্যায় পড়েন অনেকে। তবে মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে চাইলেই দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কে নির্বিঘ্নে অডিও–ভিডিও কল করা সম্ভব। ফলে দেশ–বিদেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও কল করতে পারেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টির বেশি দেশে ইমো অ্যাপ ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি যুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে সার্বক্ষণিক কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করে থাকে ইমো। গত বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার পাশাপাশি অনলাইনে হয়রানির অভিযোগে ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে অ্যাপটি।

ইমোতে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর পাশাপাশি স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডাপটিভ বিটরেট কন্ট্রোল সুবিধা থাকায় নেটওয়ার্কে নয়েজ ও ইকো কমিয়ে এনে স্পষ্ট অডিও কল নিশ্চিত করে থাকে অ্যাপটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।

এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫

৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।

আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫

এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।

১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।

সম্পর্কিত নিবন্ধ