দেশের অনেক অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্ক থাকায় স্বচ্ছন্দে অনলাইনে অডিও–ভিডিও কল করা সম্ভব হয় না। ফলে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে সমস্যায় পড়েন অনেকে। তবে মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে চাইলেই দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কে নির্বিঘ্নে অডিও–ভিডিও কল করা সম্ভব। ফলে দেশ–বিদেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও কল করতে পারেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টির বেশি দেশে ইমো অ্যাপ ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি যুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে সার্বক্ষণিক কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করে থাকে ইমো। গত বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার পাশাপাশি অনলাইনে হয়রানির অভিযোগে ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে অ্যাপটি।

ইমোতে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর পাশাপাশি স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডাপটিভ বিটরেট কন্ট্রোল সুবিধা থাকায় নেটওয়ার্কে নয়েজ ও ইকো কমিয়ে এনে স্পষ্ট অডিও কল নিশ্চিত করে থাকে অ্যাপটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

চিত্রনায়িকা বর্ষা যে কারণে অভিনয় ছাড়ার কথা বললেন

ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে। হাতে রয়েছে তাঁর কয়েকটি ছবি। এই চিত্রনায়িকা দুই সন্তানের মা। এক ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানিয়েছেন, তিনি নায়িকাজীবন থেকে সরে যাবেন, পরিবারকে সময় দেবেন।

গতকাল বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা। তাঁর ভাষ্যমতে, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’

অনন্ত জলিল ও বর্ষা

সম্পর্কিত নিবন্ধ