লক্ষ্মীপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসী। স্বামী দেশে থাকাকালীন নাহিদুলের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে গতকাল সন্ধ্যায় নাহিদুলের বাড়িতে যান ওই নারী। ঘরে ঢুকতেই তাঁর মুখ চেপে ধরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করেন নাহিদুল। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে নাহিদুলকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ