৬১.

দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানোর পদ্ধতিকে কী বলে?

ক. ATM সেবা গ. ই-সার্ভিস

গ. ই-এমটিএস ঘ. কুরিয়ার সার্ভিস

৬২.

বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে?

ক.৫৭ তম খ.৫৮ তম গ.৫৯ তম ঘ.৬০ তম

৬৩.

দেশের কয়টি চিনিকলের আখচাষি বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?

ক.

৫টি খ.১৫ টি গ.২০টি ঘ.২২ টি

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫

৬৪.

কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কী বলে?

ক. ইন্টারনেট খ. ই-কমার্স গ. ই-মেইল ঘ. ওপরের সব কটি

৬৫.

‘E-commerce’ ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?

ক. Internet খ. COD গ. MTS ঘ. ATM

৬৬.

‘ডিজিটাল শব্দ’ দ্বারা কী বোঝায়?

ক. নম্বার খ. পরিমাণ গ. দশমিক ঘ. ভগ্নাংশ

৬৭.

গুড গভর্ন্যান্স বা সুশাসনের জন্য কোন ব্যবস্থা দরকার?

ক. জবাবদিহিতা খ. সত্যতা ও বিচার

গ. স্বচ্ছতা ঘ. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক

৬৮.

‘Leap Frog’ শব্দটির ভাবার্থ কোনটি?

ক. কথা এড়িয়ে যাওয়া খ. ব্যাঙ লাফ

গ. বড় বড় লাফ দেওয়া ঘ. সমকক্ষ হওয়া

৬৯.

‘SMS’ এর পূর্ণ নাম কী?

ক. Short Message Service খ. Short Multi Service

গ. Small Message Service ঘ. Server Message Service

৭০.

‘ই-পূর্জি’ কী?

ক. চিনিকলে আখ সরবরাহের অনুমতিপত্র

খ. আখের লিখিত বার্তা

গ. আখ সরবরাহের হিসাব

ঘ. জমির রেকর্ডের অনলাইনে অনুমতিপত্র

আরও পড়ুনবাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ১৮ মার্চ ২০২৫

৭১.

‘ই-পর্চা’ কী?

ক. জমির রেকর্ডের অনলাইনে অনুমতিপত্র

খ. আখের লিখিত বার্তা

গ. জমির কাগজপত্র ঘ. স্বাস্থসেবার বার্তা

৭২.

বাংলাদেশের প্রথম দিকের ই-সেবার অন্যতম কোনটি?

ক. ই-টিকেটিং খ. ই-পূর্জি

গ. ই-স্বাস্থ্য ঘ. ই-গর্ভনেন্স

৭৩.

নিচের কোন ই-সেবাটি ডাক বিভাগের সম্পর্কিত?

ক. ই-পূর্জি খ. টেলিবার্তা

গ. এমটিএস ঘ. ই-পর্চা

সঠিক উত্তর: ৬১. গ ৬২. ক ৬৩. খ ৬৪. খ ৬৫. খ ৬৬. ক ৬৭. ঘ ৬৮. গ ৬৯. ক ৭০. ক ৭১. ক ৭২. খ ৭৩. গ

*লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারে শাহ নিমাত্রার (রহ.) দরগাহের ওরস বন্ধের দাবিতে কর্মসূচির ঘোষণা, উত্তেজনা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজারে হজরত শাহ নিমাত্রার (রহ.) দরগাহের ওরস নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একটি পক্ষ ওরস বন্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। এর আগে গত বুধবার রাতে ওরসের দাবিতে ফুলতলা বাজারে মিছিল হয়। আজ সকালে আনুষ্ঠানিকভাবে ওরস শুরু হয়েছে। ।

উপজেলার ফুলতলা বাজারের এক পাশে হজরত শাহ নিমাত্রার দরগাহ। প্রতিবছর সেখানে ওরস অনুষ্ঠান হয়। এতে অনেক লোকজনের সমাগম ঘটে। এবার ১১ থেকে ১৩ এপ্রিল তিন দিনব্যাপী ৫৪তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা। এবার ওরসের পোস্টারে কোনো কাফেলায় (ভক্তদের আসর) নারী অথবা নারী শিল্পী রাখা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে ওরসের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সেখানে অন্তত শতাধিক দোকানপাট বসেছে।

এদিকে গত মঙ্গলবার স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর করা একটি আবেদন দেওয়া হয়, যাতে ওরস বন্ধের দাবি জানানো হয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, ফুলতলা বাজারে অবস্থিত ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র। ওরসে উচ্চস্বরে গান-বাজনা ও বিভিন্ন কর্মকাণ্ডে পরীক্ষার পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে মাইকিং করা হয়। এতে ফুলতলায় ওরসে অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে আজ বাদজুমা উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত বুধবার ফেসবুকে খবর ছড়ায় প্রশাসনের পক্ষ থেকে ওরস স্থগিত করা হয়েছে। এরপর ওরস আয়োজনের পক্ষে লোকজন বুধবার রাতে ফুলতলা বাজারে মিছিল বের করেন। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

দরগাহ পরিচালনা কমিটির কার্যকরী সদস্য ও ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইমতিয়াজ গফুর বলেন, গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরের পরীক্ষা ১৫ এপ্রিল। ওরস এর আগেই সম্পন্ন হয়ে যাবে। তাই ওরসের কারণে পরীক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কার বিষয়টি সঠিক নয়। ওরস নিয়ে কিছু লোক অপপ্রচার করছেন। প্রতিবারের মতো এবারও ওরস হবে।

ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন ইউএনও বাবলু সূত্রধর।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ওরস নিয়ে উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা তৎপর আছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষার্থীদের পাশে থাকতে ছাত্রদলের জরুরি নির্দেশনা
  • হত্যার ভয় দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ
  • বোরহানউদ্দিনে হত্যার ভয় দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
  • কামারখন্দে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
  • শিশুশ্রম ও বাল্যবিবাহ রোধ করতেই হবে
  • নাটোরের নিখোঁজ সেই এসএসসি পরীক্ষার্থীকে পাওয়া গেছে
  • নৌবাহিনী নেবে নাবিক ও এমওডিসি, পদ ৪০০, দ্রুত আবেদন করুন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইইইতে এমএসসি, জিপিএ ৩.২৫ থাকলে আবেদন
  • আমিরাতে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৮০ জন
  • মৌলভীবাজারে শাহ নিমাত্রার (রহ.) দরগাহের ওরস বন্ধের দাবিতে কর্মসূচির ঘোষণা, উত্তেজনা