বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিল ক্রোয়শিয়া
Published: 21st, March 2025 GMT
এবারের উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র যখন হয়, তখন ধারণা ছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ম্যাচে ক্রোয়শিয়া-ফ্রান্স ম্যাচে। ক্রোয়েটদের সামনে সুযোগ ছিল ২০১৮ বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিষোধ নেওয়ার। সেই সুযোগ শতভাগ লুফে নিয়ে ফরাসিদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল ক্রোয়শিয়া।
এই ম্যাচে ৩৯ বছরের লুকা মদ্রিচের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়লেন ২৬ বছর বয়সী কিলিয়ান এমবাপে। অন্যদিকে ভাগ্য সহায় হচ্ছিল না ফ্রান্স দলের। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়শিয়ে। ফলে সেমি ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে মদ্রিচরা।
ঘরের পলজাড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য বেশ চাপে ছিল ক্রোয়শিয়া। ফরাসিরা একের পর এক আক্রমণে দারুণ পরীক্ষা নিচ্ছল স্বাগতিক ডিফেন্সের। তবে জালের দেখা পাচ্চছিল না। এসবের মাঝে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্রোয়েটরা। তবে স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচ পেনাল্টি মিস করায় সেই সুযোগ হাতছাড়া হয়।
আরো পড়ুন:
ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-যুক্তরাজ্যের
ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে ককটেল হামলা
তবে ম্যাচের ২৬ মিনিটে ইভান প্যারিসিচের অ্যাসিস্টে গোল করেন আন্টে বুদিমির। ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স এরপর আক্রমণ শাণিত করে। এসবের মাঝে এমবাপের শট আটকে দেন ক্রোয়েট গোলরক্ষক। ফরাসিরা ম্যাচে তো ফিরতেই পারেনি উল্টো প্রথমার্ধের শেষ দিকে প্যারিসিচ নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে দিদিয়ার দেশমের দল। তবে লাভ হয়নি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক ল য় ন এমব প প ফ ইন ল
এছাড়াও পড়ুন:
র্যাঙ্কিংয়েও সুখবর, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে নিগার, শারমিন ও রাবেয়া
ভালো খেলার স্বীকৃতি নগদেই পেলেন নিগার সুলতানা, শারমিন আক্তার ও রিতু মনি। পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করা অধিনায়ক নিগার ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন।
ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন থাইদের বিপক্ষে ৯০ ছাড়ানো শারমিনও। আইরিশদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলে রিতু মনিও সামনে এগিয়েছেন। আর বোলিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন রাবেয়া খান।
থাইল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের জুটি গড়েছিলেন নিগার ও শারমিন। নিগার করেছিলেন ১০১ রান। শারমিন অপরাজিত ৯৪ রান। এই দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ করেছিল নিজেদের রেকর্ড ২৭১ রান। এরপর থাইল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে ১৭৮ রানে জেতে বাংলাদেশের মেয়েরা। রানের হিসাবে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়।
পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রান করা নিগার ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ করা শারমিন ১১ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা রিতু ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮ নম্বরে। রিতু ২০১৩ সালে সর্বোচ্চ ৫৭ নম্বরে উঠেছিলেন।
বোলিংয়ে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। এটিই তাঁর সেরা অবস্থান। তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। পেসার মারুফা আক্তার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে।
মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটার দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট, বোলার ইংল্যান্ডের সোফি একলেস্টোন ও অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।