এবারের উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র যখন হয়, তখন ধারণা ছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ম্যাচে ক্রোয়শিয়া-ফ্রান্স ম্যাচে। ক্রোয়েটদের সামনে সুযোগ ছিল ২০১৮ বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিষোধ নেওয়ার। সেই সুযোগ শতভাগ লুফে নিয়ে ফরাসিদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল ক্রোয়শিয়া।

এই ম্যাচে ৩৯ বছরের লুকা মদ্রিচের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়লেন ২৬ বছর বয়সী কিলিয়ান এমবাপে। অন্যদিকে ভাগ্য সহায় হচ্ছিল না ফ্রান্স দলের। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়শিয়ে। ফলে সেমি ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে মদ্রিচরা।

ঘরের পলজাড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য বেশ চাপে ছিল ক্রোয়শিয়া। ফরাসিরা একের পর এক আক্রমণে দারুণ পরীক্ষা নিচ্ছল স্বাগতিক ডিফেন্সের। তবে জালের দেখা পাচ্চছিল না। এসবের মাঝে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্রোয়েটরা। তবে স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচ পেনাল্টি মিস করায় সেই সুযোগ হাতছাড়া হয়।

আরো পড়ুন:

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-যুক্তরাজ্যের

ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে ককটেল হামলা

তবে ম্যাচের ২৬ মিনিটে ইভান প্যারিসিচের অ্যাসিস্টে গোল করেন আন্টে বুদিমির। ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স এরপর আক্রমণ শাণিত করে। এসবের মাঝে এমবাপের শট আটকে দেন ক্রোয়েট গোলরক্ষক। ফরাসিরা ম্যাচে তো ফিরতেই পারেনি উল্টো প্রথমার্ধের শেষ দিকে প্যারিসিচ নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে দিদিয়ার দেশমের দল। তবে লাভ হয়নি।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক ল য় ন এমব প প ফ ইন ল

এছাড়াও পড়ুন:

মঞ্চে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো রম্য নাটক ‘সংস অব হকারস’ বা ‘হকারদের গান’।

আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে গত বৃহস্পতি ও শুক্রবার নাটকটি উপভোগ করেছেন ঢাকার দর্শকেরা।

নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ফরাসি নাট্যব্যক্তিত্ব যাযি আয়ুন। নৃত্য, গান, পুতুলনাচ, অ্যাক্রোব্যাটিকসসহ বিচিত্র পরিবেশনায় প্রযোজিত নাটকটি দেখতে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল।

যাযি আয়ুন বেশ কিছুদিন নিউমার্কেট, ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। কাছ থেকে হকারদের কর্মতৎপরতা দেখেছেন। সে অভিজ্ঞতা নিয়ে লিখেছেন এ নাটক। তিনি স্থানীয় তরুণ নাট্যকর্মীদের কর্মশালায় প্রশিক্ষণ দেন। নাটকটিতে দৈনন্দিন জীবনের অতি পরিচিত তিনটি আলাদা গল্প সাজিয়েছেন লেখক; ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’। আর মঞ্চে গল্পগুলো বলতে ১৯ শতাব্দীর ফরাসি নাট্যশৈলী ‘গ্র্যান্ড গুইনিওল’ কৌশল ব্যবহার করেছেন নির্দেশক।

১ ঘণ্টার নাটকে ঢাকার রাস্তার হকারদের ব্যস্ততা, ক্লান্তিকর জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে কৌতুকপূর্ণ উপস্থাপনায়। হাস্যরসের মধ্য দিয়ে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প বলেছেন নাট্যকার।

সংলাপগুলো ভাঙা ভাঙা ইংরেজি ও বাংলা ভাষার মিশ্রণে লেখা। নাট্যকারের ভাষ্যে, শহরের বিশৃঙ্খল জীবনের মধ্যে হকাররা তাঁদের বিভিন্ন পণ্য দিয়ে এবং সুপারমার্কেটের চেয়ে সস্তায় সেগুলো বিক্রি করে অনেকের জীবন হয়তো সহজ করে তোলেন। তাই এ নাটক জীবনঘনিষ্ঠ। এতে অভিনয় করেছেন ইমাম হোসেন, মো. সোহেল রানা, পি কে ফজল, সুরাইয়া তাসনিম প্রমুখ।

আরও পড়ুনআঁলিয়স ফ্রঁসেজে মীর লোকমানের একক মূকাভিনয় শুক্রবার১১ আগস্ট ২০১৬

সম্পর্কিত নিবন্ধ