কক্সবাজারের উখিয়ার সংরক্ষিত বন থেকে পাহাড় কাটার খবর পান বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। তখন রাত তিনটা। পাহাড় কাটা থামাতে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র তাঁকে ট্রাকচাপা দিয়ে সটকে পড়ে অভিযুক্তরা। ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ। এটি গত বছরের ৩১ মার্চের ঘটনা।
প্রায় একই রকম ঘটনা আছে মহেশখালীতেও। ২০২০ সালের এপ্রিলে বনের জায়গায় পানের বরজ নির্মাণে বাধা দিতে গেলে হামলায় মারা যান মো.
বনের সম্পদ রক্ষায় বন কর্মকর্তা ও রক্ষীরা প্রায়ই দখলদারদের হামলার শিকার হচ্ছেন। বন বিভাগ বলছে, তাদের লোকবল-সংকট প্রকট। তা ছাড়া তাদের অস্ত্রও সেকেলে। বনদস্যুদের হাতে এর চেয়ে উন্নত অস্ত্র থাকে। অবৈধ দখল ঠেকাতে কিংবা উচ্ছেদ করতে গেলেই তাঁদের ওপর হামলা চালানো হয়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখীল এলাকায় প্রথম বন কর্মকর্তাকে হত্যর ঘটনা ঘটে। এরপর ১৯৮৫ সালে দুজন, ২০১৮ সালে একজন, ২০২০ সালে একজন, ২০২৪ সালে একজনসহ ছয়জন হামলায় নিহত হন। গত চার বছরে বন বিভাগের সাত জেলায় ১৩৭টি হামলার ঘটনায় ২৯২ জন বন কর্মকর্তা ও রক্ষী আহত হয়েছেন।মূলত রাজনৈতিক নেতাদের উসকানিতে ক্ষমতাসীনদের মদদে বনের জমি দখল, কাঠ কাটা ও পাচারের ঘটনা ঘটে, বলছে বন বিভাগ। আর রাজনৈতিক নেতা ও ক্ষমতাসীনদের অভিযোগ, বন বিভাগের লোকজন ঘুষ নিয়ে উচ্ছেদ–বাণিজ্য করে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)–এর সদস্যসচিব শরীফ জামিল প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক জনগোষ্ঠীর চাপে থাকা বাংলাদেশের বনাঞ্চল সংরক্ষণে দায়িত্বশীল কর্তৃপক্ষের সক্ষমতা ও জবাবদিহির অভাব দীর্ঘদিনের। তবে তার উত্তরণে আন্তরিক প্রচেষ্টা সুশাসনের অভাব থাকায় রাজনৈতিক সরকারের আমলে দেখা যায়নি। উল্টো বন ধ্বংসের মাধ্যমে গোষ্ঠীস্বার্থ চরিতার্থ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এখন পর্যন্ত বন ব্যবস্থাপনায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
হামলায় হতাহতবন বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখীল এলাকায় প্রথম বন কর্মকর্তাকে হত্যর ঘটনা ঘটে। এরপর ১৯৮৫ সালে দুজন, ২০১৮ সালে একজন, ২০২০ সালে একজন, ২০২৪ সালে একজনসহ ছয়জন হামলায় নিহত হন। গত চার বছরে বন বিভাগের সাত জেলায় ১৩৭টি হামলার ঘটনায় ২৯২ জন বন কর্মকর্তা ও রক্ষী আহত হয়েছেন।
বন বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগে। এ বিভাগে ৩৪টি হামলায় আহত হয়েছেন ৪৮ জন। নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন কর্মরত ছিলেন। হামলার দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা কক্সবাজার উত্তর বন বিভাগে। এ বিভাগে ২৮টি হামলায় আহত হয়েছেন ৮৫ জন।
হামলার ঘটনায় সমপরিমাণ মামলাও করেছে বন বিভাগ। তবে কোন মামলার অগ্রগতি কতটুকু, সে তথ্য অধিদপ্তরের কাছে নেই।
বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সম্প্রতি কথা হয় তাঁর বড় ভাই কামরুজ্জামান কাজলের সঙ্গে। তিনি বলেন, ‘মামলার ধীরগতিতে আমরা একটু হতাশ। বন বিভাগকে অনুরোধ করেছিলাম, একজন উকিলের ব্যবস্থা করে দিতে। কারণ, বন বিভাগে যাঁরা আছেন, তাঁরা ব্যস্ত থাকেন।’
কামরুজ্জামান জানান, সাজ্জাদ বিয়ে করেছিলেন মারা যাওয়ার দুই বছর আগে। তাঁর একটি কন্যাসন্তান আছে। বন অধিদপ্তর সাজ্জাদের স্ত্রীকে আউটসোর্সিংয়ে চাকরি দিয়েছে। তাঁরা কোনো রকমে বেঁচে গেছে।
বন বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগে। এ বিভাগে ৩৪টি হামলায় আহত হয়েছেন ৪৮ জন।উসকানিতে হামলাগত ২৯ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান জামালপুরের সখীপুর উপজেলার ডাকবাংলো এলাকায় এক সমাবেশ থেকে বনের জায়গায় থাকা একটি ঘরেও হাত না দিতে বন বিভাগকে হুঁশিয়ার করে দেন।
নাম প্রকাশ না করার শর্তে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আজম খানের হুঁশিয়ারির পর নিরাপত্তাহীনতায় উচ্ছেদের কাজ আপাতত বন্ধ রেখেছেন তাঁরা। গত ৫ আগস্টের পর টাঙ্গাইলের মধুপুর, অরণখোলা, ধলাপাড়া ও করটিয়া এলাকায় জবরদখল বেড়েছে।
জানতে চাইলে আজম খান প্রথম আলোকে বলেন, ‘আমি বন বিভাগের বাণিজ্যের কথা বলেছি। বন দখলের কথা বলিনি। যারা ব্রিটিশ আমল থেকে জমিদারদের কাছ থেকে জমি পত্তন নিয়ে খাজনা দিয়ে শত বছর ধরে বসবাস করে আসছে, তাদের বন বিভাগ উচ্ছেদ করার নামে বাণিজ্য করে। আমি তাদের বাণিজ্যের বিরুদ্ধে বলেছি।’
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সবুজ জবরদখল উচ্ছেদে গেলে বন কর্মকর্তাদের বেঁধে রাখতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ২০২৩ সালের ১১ অক্টোবর গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে বনের ভেতর দিয়ে একটি রিসোর্টের জন্য সড়ক নির্মাণে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছিল বন বিভাগ।
গত ৫ আগস্টের পর ঢাকা বন বিভাগের অধীন থাকা গাজীপুরে কমপক্ষে ৯০ একর জায়গা জবরদখল হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন। তিনি বলেন, ‘বিভিন্ন হুমকি সত্ত্বেও আমরা ৩৫ একর জায়গা উদ্ধার করেছি।’
আমি বন বিভাগের বাণিজ্যের কথা বলেছি। বন দখলের কথা বলিনি। যারা ব্রিটিশ আমল থেকে জমিদারদের কাছ থেকে জমি পত্তন নিয়ে খাজনা দিয়ে শত বছর ধরে বসবাস করে আসছে, তাদের বন বিভাগ উচ্ছেদ করার নামে বাণিজ্য করে। আমি তাদের বাণিজ্যের বিরুদ্ধে বলেছি।বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান২০২০ সালের জানুয়ারিতে কক্সবাজারের চকরিয়ার তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য জাফর আলম ভূমি মন্ত্রণালয়কে এক সরকারি পত্রে বনের ভেতর অবৈধ দখলদারদের সংরক্ষিত বনের জমি ইজারা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার মাস দুয়েক পর চকরিয়ার হারবাং এলাকায় বনের জায়গা দখলমুক্ত করতে গেলে হামলার শিকার হন বন বিভাগের লোকজন।
আওয়ামী লীগের সাবেক এ দুই সংসদ সদস্য বর্তমানে পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাতের দিকে বনভূমি জবরদখল হয় বেশি। সে জন্য দিনের চেয়ে রাতে বন কর্মীদের ওপর হামলার ঘটনা বেশি ঘটে।
এত হামলা কেনবন অধিদপ্তরের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, প্রথম কথা হচ্ছে বনের অবৈধ দখলকে উৎসাহিত করা হচ্ছে। ফলে হামলার ঘটনা বাড়ছে। বিচারটা আগে ওখানে করা দরকার।
বন বিভাগের জমি চলে যাচ্ছে। এটার কোনো বিচার হয় না। এ বিচার না হওয়াতে দিন দিন বনের জায়গা দখলে বন অপরাধীরা উৎসাহিত হচ্ছে আর হামলার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
বন বিভাগ থেকে নিরাপত্তারক্ষীদের যে বন্দুক, এসএলআর রাইফেল, থ্রি-নট-থ্রি কিংবা কাটা রাইফেল দেওয়া হয়, সেগুলো সেকেলে এবং অনেক ক্ষেত্রে অকার্যকর। বনদস্যুদের হাতে এর চেয়ে উন্নত অস্ত্র থাকে।
জনবল–সংকটবন অধিদপ্তরের অধীনে মোট বনভূমি আছে ৬৩ লাখ ৬৩ হাজার ৩০৯ একর। এর বিপরীতে তাদের জনবল আছে মাত্র ১০ হাজার ৫০৭ জন। অর্থাৎ প্রতি একজন দিয়ে ৬০৫ একর (৩০০ ফুটবল মাঠের সমান) বনভূমি রক্ষা করা হচ্ছে।
বন অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে বনের লোকবল ১৭ হাজার ৩০৫ জনে উন্নীত করতে একটা প্রস্তাব দেওয়া হলেও জনপ্রশাসন মাত্র ৫০৮ জনের পদ মঞ্জুর করে। অর্থ মন্ত্রণালয় সেটাকে আবার ৩৩০–এ নিয়ে আসে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল ক র বন ব ভ গ ২০২০ স ল আজম খ ন র ঘটন য় এল ক য় সদস য
এছাড়াও পড়ুন:
যখন আমি নবীন চিত্রশিল্পী
আমি যখন ছাত্র ছিলাম প্রচুর কাজ করতাম। সব সময় বলতাম। শুধু শুধু আঁকলে হয় না। সেটা তৈরি করতে হয়। অবজারবেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যতই বড় বড় কথা বলি, আমি তো একজন নারী। এটা চরম বাস্তব সত্য। তবে শিল্পীসত্তা আমাদের এক। আমি এটাকে প্রাধন্য দিই বেশি। একজন শিল্পী ছেলে বা মেয়ে বড় কথা নয়। কিন্তু যেহেতু আমার দেশের প্রেক্ষাপটে আমাকে বিচরণ করতে হয়। আমি কিন্তু উদার হতে পারি না। অনেক বাধাগ্রস্ত হয়েছি সেই সময়ে।
তবে পরিবার সাপোর্ট দিত। এখনও মনে হয় পরিবেশটা সেই রকম স্বচ্ছ হয়নি। আমি আশাবাদী, এমন পরিবেশ আগামীতে হয়তো থাকবে না। সার্বিকভাবে মেয়েদের সেভাবে কাজ করাটা কঠিন। আমাদের সময় ছিল। কিন্তু আমি ভিন্নভাবে কাজ করার চেষ্টা করতাম। আমি একাই বেরিয়ে যেতাম। আমার সাথে ছেলে বন্ধুরা বা ব্যাচমেট আমাকে নিতে ভয় পেত। বলত তোদের নিলে ঝামেলা হয়। এমনতিতেই সহযোগিতা করত। তবে জুনিয়র ছেলেরা কাজ শেখার জন্য আমার সাথে মিশত এবং সঙ্গে নিত। সত্যিকারভাবে আমি চিত্রশিল্পী হবো। এই উদ্দেশ্য নিয়ে চারুকলায় আসিনি। আমাদের পরিবারে সবাই কমবেশি আঁকাআঁকি করতেন। ম্যাট্রিক পাস করার পর ভর্তি হই। নিজের ভেতর তখন কাজ করার আলাদা আগ্রহ সৃষ্টি করে ফেলি। পরিশ্রমের বিকল্প নেই। আমাকে কোনো কাজ দিলে, সেটা নিয়ে গভীর মনোযোগী হয়ে যেতাম। সবার থেকে আলাদা কিছু করতে মরিয়া হয়ে যেতাম। এভাবে কাজ করতে করতেই নিজেকে জানান দিয়েছি। আমি যখন শিক্ষার্থী ছিলাম, তখন থাকতাম গোপীবাগে বা হলে। আমি চারুকলায় আসতাম রিকশাতে। তখন অনুধাবন করতাম একজন মেয়ে বাইরে কাজ করতে ছেলেদের মতো পারে না। নিজের মতো করে ড্রয়িংটা করতে পারতাম না। তো যাই হোক রিকশাতে চলার সময় চারপাশ দেখতাম। সেগুলো আমাকে ব্যাপক কাজে দিত আঁকাআঁকিতে।
আড্ডা-তর্কে সঙ্গী যারা
আমাদের সময় যারা ছিলেন তারা অনেক বিখ্যাত হয়ে গেছেন, কেউ কেউ চলে গেছেন। শাহাবুদ্দিন ভাই, অলোক রায় ওনারা বড় ভাই হিসেবে অনেক স্নেহ করতেন। আমি কাজপ্রিয় মানুষ ছিলাম। অনেকেই মনে করে আমি কম কথা বলি। সংসারজীবন বা সামাজিক জীবন বলেন আমি শান্তিপ্রিয় মানুষ। আমি ফেরেশতা নয় কিন্তু আমি নিজের মতো করে চলি। আমি প্রচণ্ড সততা নিয়ে চলি। ছবি বিক্রির জন্য কখনও ক্রেজি হয়ে যাই না।