Samakal:
2025-03-21@17:46:55 GMT

বলিউডে পা রাখলেন নুসরাত

Published: 21st, March 2025 GMT

বলিউডে পা রাখলেন নুসরাত

এবার ভারতীয় সিনেমার তীর্থভূমি বলিউডে পা রাখার সুযোগ এসেছে নুসরাত জাহানের। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক সতীর্থ এরই মধ্যে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পায়েল সরকার, পূজা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ কয়েকজন শিল্পীর নাম; যারা এখনও কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এদিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন নুসরাত জাহান। সেই শিকেও ছিঁড়েছে। তবে কোনো সিনেমায় নয়, নুসরাতকে নির্বাচন করা হয়েছে একটি হিন্দি গানের মডেল হিসেবে কাজ করার জন্য। দেরিতে হলেও বলিউডে ডাক পাওয়ায় ভীষণ খুশি এই অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ শিরোনামে হিন্দি গানের ভিডিওতে দেখা যাবে নুসরাতকে। তাঁর বিপরীতে আছেন প্রিয়ঙ্ক শর্মা। ভিডিওটি পরিচালনায় রয়েছেন স্নেহা শেঠি কোহলি। টিপস মিউজিকের তরফে ভিডিওটি প্রযোজনা করেছেন কুমার তুরানি। মূলত এই প্রযোজকের আহ্বানে গানের ভিডিওতে অভিনয় করা বলে জানিয়েছেন নুসরাত। 

তাঁর কথায়, টিপস মিউজিক সবসময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্শক-শ্রোতার কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে। বড় এই ব্যানারে কাজ করতে পারা যে কোনো শিল্পীর জন্যই দারুণ সুযোগ।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র ক জ কর

এছাড়াও পড়ুন:

মঞ্চে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো রম্য নাটক ‘সংস অব হকারস’ বা ‘হকারদের গান’।

আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে গত বৃহস্পতি ও শুক্রবার নাটকটি উপভোগ করেছেন ঢাকার দর্শকেরা।

নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ফরাসি নাট্যব্যক্তিত্ব যাযি আয়ুন। নৃত্য, গান, পুতুলনাচ, অ্যাক্রোব্যাটিকসসহ বিচিত্র পরিবেশনায় প্রযোজিত নাটকটি দেখতে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল।

যাযি আয়ুন বেশ কিছুদিন নিউমার্কেট, ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। কাছ থেকে হকারদের কর্মতৎপরতা দেখেছেন। সে অভিজ্ঞতা নিয়ে লিখেছেন এ নাটক। তিনি স্থানীয় তরুণ নাট্যকর্মীদের কর্মশালায় প্রশিক্ষণ দেন। নাটকটিতে দৈনন্দিন জীবনের অতি পরিচিত তিনটি আলাদা গল্প সাজিয়েছেন লেখক; ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’। আর মঞ্চে গল্পগুলো বলতে ১৯ শতাব্দীর ফরাসি নাট্যশৈলী ‘গ্র্যান্ড গুইনিওল’ কৌশল ব্যবহার করেছেন নির্দেশক।

১ ঘণ্টার নাটকে ঢাকার রাস্তার হকারদের ব্যস্ততা, ক্লান্তিকর জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে কৌতুকপূর্ণ উপস্থাপনায়। হাস্যরসের মধ্য দিয়ে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প বলেছেন নাট্যকার।

সংলাপগুলো ভাঙা ভাঙা ইংরেজি ও বাংলা ভাষার মিশ্রণে লেখা। নাট্যকারের ভাষ্যে, শহরের বিশৃঙ্খল জীবনের মধ্যে হকাররা তাঁদের বিভিন্ন পণ্য দিয়ে এবং সুপারমার্কেটের চেয়ে সস্তায় সেগুলো বিক্রি করে অনেকের জীবন হয়তো সহজ করে তোলেন। তাই এ নাটক জীবনঘনিষ্ঠ। এতে অভিনয় করেছেন ইমাম হোসেন, মো. সোহেল রানা, পি কে ফজল, সুরাইয়া তাসনিম প্রমুখ।

আরও পড়ুনআঁলিয়স ফ্রঁসেজে মীর লোকমানের একক মূকাভিনয় শুক্রবার১১ আগস্ট ২০১৬

সম্পর্কিত নিবন্ধ