এবার ভারতীয় সিনেমার তীর্থভূমি বলিউডে পা রাখার সুযোগ এসেছে নুসরাত জাহানের। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক সতীর্থ এরই মধ্যে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পায়েল সরকার, পূজা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ কয়েকজন শিল্পীর নাম; যারা এখনও কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এদিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন নুসরাত জাহান। সেই শিকেও ছিঁড়েছে। তবে কোনো সিনেমায় নয়, নুসরাতকে নির্বাচন করা হয়েছে একটি হিন্দি গানের মডেল হিসেবে কাজ করার জন্য। দেরিতে হলেও বলিউডে ডাক পাওয়ায় ভীষণ খুশি এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ শিরোনামে হিন্দি গানের ভিডিওতে দেখা যাবে নুসরাতকে। তাঁর বিপরীতে আছেন প্রিয়ঙ্ক শর্মা। ভিডিওটি পরিচালনায় রয়েছেন স্নেহা শেঠি কোহলি। টিপস মিউজিকের তরফে ভিডিওটি প্রযোজনা করেছেন কুমার তুরানি। মূলত এই প্রযোজকের আহ্বানে গানের ভিডিওতে অভিনয় করা বলে জানিয়েছেন নুসরাত।
তাঁর কথায়, টিপস মিউজিক সবসময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্শক-শ্রোতার কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে। বড় এই ব্যানারে কাজ করতে পারা যে কোনো শিল্পীর জন্যই দারুণ সুযোগ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ
রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।
ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল