আট দিনের জন্য মহাকাশে গিয়ে যাত্রিক ত্রুটির জন্য মহাকাশে ৯ মাস আটকা পড়েছিলেন নাসার দুই নভোচারী। তাদের পৃথিবীতে ফেরার পরে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ক্যাপসুল থেকে বের হয়ে এসে স্ট্রেচারে ওঠার মতো কাজও নভোচারীরা একা একা করতে পারছেন না। তাদের অন্যের সহযোগিতা নিতে হয়েছে। সুনিতা ও বুচ তাদের শারীরিক ক্ষমতা অনেক খানি হারিয়ে ফেলেছেন। হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তাদের অনেক শরীরচর্চাসহ নানাবিধ নিয়মকানুন মেনে চলতে হবে।

মহাকাশে ৯ মাস থেকে পৃথিবীতে ফিরেছেন সুনিতা

আরো পড়ুন:

ঈদের আগে ত্বকের যত্নে এই তিন ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন

ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়ি, যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

গবেষকরা বলছেন, মানুষের শরীর সাধারণত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে কাজ করে অভ্যস্ত। কিন্তু নভোচারীদের মহাকাশে ভরহীন অবস্থায় সময় কাটাতে হয়। ফলে পৃথিবীতে ফেরার পরে শরীর খাপ খাওয়াতে অনেক সময় লেগে যায়। শুরুতে তারা ঝিমুনি ভাব অনুভব করতে পারেন। এ ছাড়া শরীরের ভারসাম্য আনা এবং স্বাভাবিকভাবে হাঁটার শক্তি ফিরে পাওয়ার জন্য বেশ কয়েকদিন লেগে যেতে পারে।
 
সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে মানবদেহ  গবেষক অধ্যাপক ডামিয়ান বেইলি বলেন, ‘‘মহাকাশে প্রবেশ করলে মানুষের শরীরে পরিবর্তন আসে। প্রাথমিকভাবে সে অনুভূতিকে অসাধারণ মনে হয়।’’

২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে গিয়েছিলেন নভোচারী টিম পিক। তিনি বলেন, ‘‘মহাকাশে হৃৎপিণ্ডকে ঢিলেঢালাভাবে কাজ করলেই হয়। আবার পেশি ও হাড়গুলোকে বেশি সক্রিয়ভাবে কাজ করতে হয় না। অসাধারণ শূন্য-মাধ্যাকর্ষণের পরিবেশে মহাকাশকেন্দ্রের চারপাশে মানুষ ভেসে বেড়াতে পারে।’’

মহাকাশে মানুষের হৃৎপিণ্ড ও রক্তনালিগুলোর তেমন কাজ থাকে না। ফলে এই অঙ্গগুলো অলস হয়ে পড়ে। কিন্তু পুরোনো হাড় ভেঙে নতুন হাড় গঠনে ভূমিকা রাখা কোষগুলোর মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করতে গিয়ে এগুলোর ভারসাম্যে ব্যাঘাত ঘটে। হাড়গুলো দুর্বল ও বেশি ভঙ্গুর হয়ে যায়।শুধু পেশি আর হাড়ই নয়, মহাকাশে পুরো শরীরেই বদল আসতে পারে।

মহাকাশে থাকাকালে মানুষের শরীরে থাকা ভালো ব্যাকটেরিয়ার ধরন বদলে যায়। শরীরের তরল পদার্থগুলোতে পরিবর্তন আসে। মহাকাশে তরল পদার্থ বুক ও মুখের দিকে ওপরে উঠে যায়। এসব কারণে মহাকাশ থেকে ফেরার পর মানুষের শরীরে প্রথম যে পরিবর্তনটি চোখে পড়ে তা হলো, মুখ ফুলে যাওয়া। মহাকাশে থাকাকালে মস্তিষ্কেও পরিবর্তন আসতে পারে। অপটিক নার্ভ, রেটিনাসহ চোখে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে পারে। এমনকি চোখের আকারও বদলে যেতে পারে।

শরীরে নানা পরিবর্তনের কারণে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর সহজে শারীরিক ভারসাম্য পান না নভোচারীরা। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ র র পর র জন য ক জ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে এমএস, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচে প্রফেশনাল ইন এমএস মনোবিজ্ঞান প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের সুযোগ অনলাইন ও অফলাইন পদ্ধতিতে।

ভর্তির যোগ৵তা

১. আবেদনকারীকে যেকোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. ব্যাচেলর বা সমমান (তিন বছরের বিএ/বিকম/বিএসসি) পরীক্ষায় সিজিপিএ ২.৫০ (৪–এর মধ্যে) পেতে হবে।

৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ ( ৫ পয়েন্টের মধ্যে) থাকতে হবে।

আরও পড়ুনবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়ের বাইরের বিষয় পড়াশোনার সুযোগ বন্ধের উদ্যোগ২০ মার্চ ২০২৫অফলাইন পদ্ধতি

অফলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে জনতা ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করপোরেট শাখা, হিসাব: Professional MS in Psychology Admission, হিসাব নম্বর: 0100267530593-এ আবেদন ফি জমা প্রদান করে, জমা রসিদের মূলকপি এবং এক সেট ফটোকপি জমা দিয়ে টেকনিক্যাল অফিসারের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। প্রার্থীর নিজ হাতে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র জমা দিতে হবে।

অনলাইন পদ্ধতি

মনোবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ আবেদন ফরমটি নিজ হাতে যথাযথভাবে পূরণ করে বিভাগের ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রসিদের স্ক্যান কপি পাঠাতে হবে। স্ক্যান কপির ওপর শিক্ষার্থীর পূর্ণ নাম লিখতে হবে।

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫প্রবেশপত্র সংগ্রহ

অফলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে পূরণ করে আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র, টাকা জমা দেওয়ার রসিদের মূল কপি ও ছবি জমা দিয়ে বিভাগীয় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনবাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ১৮ মার্চ ২০২৫ভর্তি পরীক্ষার বিষয়

পরীক্ষায় এমসিকিউ ও রচনামূলক দুই ধরনের প্রশ্ন থাকবে। মনোবিজ্ঞান পরিচিতি ২৫, গবেষণা পদ্ধতি ও মৌলিক পরিসংখ্যান ২৫, ইংরেজি ২৫, মৌখিক পরীক্ষা ২৫। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

ভর্তির বিস্তারিত তারিখ

১. আবেদনপত্র গ্রহণ ও জমার শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

২. লিখিত পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, সকাল ৯টা থেকে ১০টা

৩. মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫

৪. ফলাফল প্রকাশের তারিখ: ২৫ এপ্রিল ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ১০ মে ২০২৫

বিস্তারিত তথ্য জানতে:

সম্পর্কিত নিবন্ধ