কিশোরগঞ্জে ইউপি সদস্যের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফের চাল জব্দ
Published: 21st, March 2025 GMT
কিশোরগঞ্জের ইটনায় যৌথ বাহিনীর অভিযানে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ১২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর থেকে এসব চাল জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করার জন্য দেওয়া হয়। তবে এই চাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রোকন উদ্দিনের বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁর বাড়ির টিনের ঘর থেকে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ইউপি সদস্য পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া ও ইউপি সদস্য রোকন উদ্দিন নিজের লোকজন দিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে মজুত করে রাখেন।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য রোকন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এই অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া বলেন, জনগণ নিজের ইচ্ছায় চাল বিক্রি করেছেন, যা একজন ব্যবসায়ী কিনেছেন। হয়তো ইউপি সদস্য সাধারণ মানুষদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য র
এছাড়াও পড়ুন:
সোনাহাট ব্রিজে ২২ ঘণ্টা ধরে বন্ধ যান চলাচল
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে প্রায় ২২ ঘণ্টা বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানবাহন চলাচল।
এতে বৃহস্পতিবার রাত থেকে থেকে ব্রিজের দুইপাড়ে আটকা পড়েছে সোনাহাট স্থলবন্দরগামী প্রায় ৩ শতাধিক পাথর ও কয়লা বোঝাইসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন।
এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। যার ফলে বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলচলকারীরা।
পাথর বোঝাই ট্রাকচালক রহিম উদ্দিন সমকালকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেইলি সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। শুক্রবার রাত ৯টা পর্যন্ত আমি প্রায় ২২ ঘণ্টা ধরে আটকা পড়েছি। কোনো সমাধান হয়নি।’
মোটরসাইকেলচালক চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পার করলাম। দুই দিকে প্রচুর যানযট থাকায় ভোগান্তিতে পড়ছে সবাই।’
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, দ্রুত সংস্কারের কাজ চলছে। আশা করছি শনিবার সকালের মধ্যে বিষয়টি সমাধান হবে।