যুক্তরাষ্ট্রে হঠাৎ ডিমের দাম অনেকটা বেড়ে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে হইচই চলেছে। যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতেও ডিমের দাম বেড়ে গেছে। তাই বলে একটি ডিমের দাম ৪২০ পাউন্ড বা ৫৫০ মার্কিন ডলারের বেশি!

এই ডিম মোটেও সাধারণ কোনো ডিম নয়, একেবারে গোলাকৃতির ডিম। গোলাকৃতির ডিম খুবই বিরল, প্রতি ১০০ কোটিতে একটি ডিম এমন হতে পারে।

গত মঙ্গলবার যুক্তরাজ্যে এমন একটি ডিম নিলামে ৪২০ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৬৬ হাজার টাকার বেশি।

ফেনটন ফার্মে গত জানুয়ারিতে ওই ডিম খুঁজে পাওয়া যায়। পরে ডিমটি নিলামে তোলা হয়। নিলাম থেকে পাওয়া অর্থ দাতব্যকাজে ব্যয় হবে।

ফেনটন ফার্মের ডিম নিয়ে কাজ করেন অ্যালিসন গ্রিন। তিন বছরের পেশাজীবনে তিনি সপ্তাহে গড়ে ৩০ হাজার ডিম বাছাই করেন। কিন্তু এই জানুয়ারির আগে তিনি কখনো সম্পূর্ণ গোলাকৃতির কোনো ডিম দেখেননি।

ফেনটন ফার্মে পাওয়া ডিমটি যেন নষ্ট হয়ে না যায়, তাই নিলামের আগপর্যন্ত সেটিকে লবণের ভেতর সংরক্ষণ করে রাখা হয়েছিল। নিলামে

ডিমটি যে দামে বিক্রি হয়েছে, তাতে বেশ অবাক হয়েছেন গ্রিন।

গ্রিন আশা করেছিলেন, ডিমটি হয়তো ১০ পাউন্ডের বেশি দামে বিক্রি হবে। যদি নিলামে ডিমটির দাম এর চেয়ে কম ওঠে, তবে তিনি নিজেই এটি কিনে নেওয়ার কথাও ভেবে রেখেছিলেন। কিন্তু নিলামে তাঁর সব প্রত্যাশা এবং শঙ্কা একই সঙ্গে ভেসে যায়। গ্রিনকে অবাক করে দিয়ে ডিমটি ৪২০ পাউন্ডে বিক্রি হয়।

নিলাম থেকে পাওয়া অর্থ ডেভন রেপ ক্রাইসিস অর্গানাইজেশনে দান করা হবে। সংগঠনটি যৌন নিপীড়ন এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করে থাকে।

কয়েক বছরে আরও কয়েকটি গোলাকৃতির ডিম পাওয়ার খবর পাওয়া গেছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার এক নারী দোকান থেকে কিনে আনা ডিমের ভেতর একটি পুরোপুরি গোলাকৃতির ডিম খুঁজে পান।

এর আগের বছর ২০২২ সালে ইংল্যান্ডে একটি পরিবারের পালা মুরগি একটি গোল ডিম পাড়ে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চিত্রনায়িকা বর্ষা যে কারণে অভিনয় ছাড়ার কথা বললেন

ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে। হাতে রয়েছে তাঁর কয়েকটি ছবি। এই চিত্রনায়িকা দুই সন্তানের মা। এক ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানিয়েছেন, তিনি নায়িকাজীবন থেকে সরে যাবেন, পরিবারকে সময় দেবেন।

গতকাল বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা। তাঁর ভাষ্যমতে, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’

অনন্ত জলিল ও বর্ষা

সম্পর্কিত নিবন্ধ