হিটে ষষ্ঠ হয়ে বিদায় বাংলাদেশের জহিরের
Published: 21st, March 2025 GMT
বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিয়েছেন জহির রায়হান। আজ চীনের নানজিংয়ে ৪০০ মিটার দৌড়ে জহির তাঁর হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন।
হিটে দৌড় শেষ করতে বাংলাদেশের এই অ্যাথলেট সময় নেন ৪৯.৮৪ সেকেন্ড। সব মিলিয়ে ছেলেদের ৪০০ মিটারে ২৯ জনের মধ্যে জহির হয়েছেন ২৫তম।
বিশ্ব ইনডোরে বাংলাদেশের অ্যাথলেটদের লক্ষ্যই থাকে টাইমিংয়ে উন্নতি করা। ২০২৪ সালে গ্লাসগোতে এই প্রতিযোগিতার সেমিফাইনালের ২ নম্বর হিটে দৌড়ান ইমরানুর রহমান। ৬.
এর আগে ২০২২ সালে বেলগ্রেডে হওয়া বিশ্ব ইনডোরের সেমিফাইনাল থেকে বিদায় নেন ইমরানুর। হিটে সময় নেন ৬.৬৪ সেকেন্ড। যদিও সেবার দৌড় শেষ করতে পারেননি।
গত মাসে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটার দৌড়ে দশমবারের মতো সোনা জেতেন জহির। যেখানে প্রথম হতে তাঁর লেগেছিল ৪৭.৭২ সেকেন্ড।
এ ছাড়া ২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে রুপা জেতেন জহির। তখন তাঁর টাইমিং ছিল ৪৮.১০ সেকেন্ড, যা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং। সেবার হিটে প্রথম হতে জহির সময় নেন ৪৮.৮৪ সেকেন্ড।
গত দুই আসরের মতো এবারও বিশ্ব অ্যাথলেটিকসে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমানের। কিন্তু তিনি ‘না’ বলায় জহিরকে মনোনীত করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪০০ ম ট র ইমর ন র ইনড র সময় ন
এছাড়াও পড়ুন:
ছবিতে থাকা জলছাপ মুছে ফেলতে পারে জেমিনি এআই, মেধাস্বত্ব নিয়ে উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি তৈরি করছেন অনেকেই। তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। এ সমস্যা সমাধানে কেউ অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পোস্ট করলেই সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু তা–ই নয়, নিজেদের তৈরি ছবির মেধাস্বত্ব নিশ্চিত করতেও বিভিন্ন প্রতিষ্ঠান ছবিতে জলছাপ যুক্ত করে থাকে। কিন্তু গুগলের জেমিনি এআই চ্যাটবট কাজে লাগিয়ে সহজেই ছবিতে থাকা জলছাপ মুছে ফেলা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি ছবিগুলো চিনতে সমস্যা হওয়ার পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি ছবি ব্যবহারের কারণে মেধাস্বত্ব আইন ভঙ্গের আশঙ্কা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনগুগল ফটোজে সম্পাদনা করা ছবি চেনাতে নতুন যে সুবিধা চালু হচ্ছে০৮ ফেব্রুয়ারি ২০২৫সম্প্রতি খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার) এবং সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, জেমিনি ২.০ ফ্ল্যাশ সহজেই গেটি ইমেজেসসহ বিভিন্ন স্টক ফটো ওয়েবসাইটের ছবিতে থাকা জলছাপ মুছে ফেলতে পারে। শুধু ছবির জলছাপ মুছে ফেলা নয়, জেমিনি ২.০ ফ্ল্যাশের লেখা থেকে ছবি তৈরির (টেক্সট-টু-ইমেজ) প্রযুক্তির ওপর গুগলের যথেষ্ট নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ উঠেছে। ফলে এটি সরাসরি তারকাদের ছবি বা মেধাস্বত্ব করা বিভিন্ন কনটেন্ট তৈরি করতে পারে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনি ২.০ ফ্ল্যাশের পরীক্ষামূলক ছবি তৈরির সুবিধাটি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির তুলনায় নিখুঁতভাবে জলছাপ মুছে ফেলতে পারে। তবে গুগল জানিয়েছে, জেমিনি ২.০ ফ্ল্যাশের ছবি তৈরির সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। বর্তমানে এ প্রযুক্তি শুধু সীমিত কিছু ডেভেলপার ব্যবহার করতে পারছেন।
আরও পড়ুনএআইয়ে তৈরি ছবি শনাক্ত করবেন কীভাবে০১ সেপ্টেম্বর ২০২৪কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি ও লেখা শনাক্তের জন্য গুগল ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালে গুগল ডিপমাইন্ড কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি লেখা শনাক্ত করতে সিনথআইডি টেক্সট নামের জলছাপ দেওয়ার টুল চালু করে। গত মাসে গুগল ঘোষণা দেয়, তাদের গুগল ফটোজ অ্যাপে সিনথআইডি প্রযুক্তি যুক্ত করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদিত ছবি শনাক্ত করতে পারবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বিভ্রান্তি তৈরি করছে যেভাবে০১ অক্টোবর ২০২৪