জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ভুক্তভোগীর মা, বোন, চাচা ও মামার সঙ্গে কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আইনি সহায়তা নিশ্চিতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন প্রমুখ।

আরো পড়ুন:

জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে ‌সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

রাঙামাটিতে ‘ধর্ষণচেষ্টার’ মামলায় গ্রেপ্তার ১

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামে দ্বাদশ শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাকিব মুন্সী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র

এছাড়াও পড়ুন:

আদিবাসী ছাত্রীর মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি

যশোরের কেশবপুরে একটি আবাসিক হোস্টেলে আদিবাসী ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সঠিক তদন্তের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা দলিত পরিষদের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন হয়। 
গত ১৪ মার্চ কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশনে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে আদিবাসী এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। 
মানববন্ধনে উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা দলিত পরিষদের সম্পাদক মিলন দাস, সহসম্পাদক শংকর দাস, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সহসভাপতি অসীম সরকার ও যোসেফ সরকার। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম ও মাসফি চৌধুরী অরিন, সাংবাদিক শামীম আখতার মুকুল, নারী নেত্রী সুফিয়া পারভিন শিখা, সমাজকর্মী তপন বালা প্রমুখ। 
বক্তাদের দাবি করেন, রাজেরুং ত্রিপুরাকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

সম্পর্কিত নিবন্ধ