অজয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন এশা
Published: 21st, March 2025 GMT
বরেণ্য তারকা দম্পতি হেমা মালিনি ও ধর্মেন্দ্রর কন্যা এশা দেওল। ২০০২ সালে বলিউডে পা রাখেন। অভিনয় ক্যারিয়ারে বলিউডের অনেক তারকার সঙ্গে পর্দা শেয়ার করেছেন এশা।
অভিনয় করতে গিয়ে গুঞ্জন চাউর হয়েছিল, অজয় দেবগনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এশা। এ ব্যাপার নিয়ে সেই সময়ে আলোচনাও কম হয়নি। পুরোনো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই ‘ধুম’ তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট-কে সাক্ষাৎকার দিয়েছেন এশা। এ আলাপচারিতায় তিনি বলেন, “অনেক সহ-অভিনেতার সঙ্গে তখন আমার সম্পর্ক ছিল। এসবের কিছু সত্য হতে পারে। কিন্তু অনেকের সঙ্গে সম্পর্ক ছিল না। তারা অজয় দেবগনের সঙ্গেও আমাকে যুক্ত করার চেষ্টা করছিলেন। অজয়ের সঙ্গে খুব সুন্দর এবং আলাদা একটি বন্ধন রয়েছে। এটি পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রশংসায় পরিপূর্ণ!
আরো পড়ুন:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বিয়ের পিঁড়িতে বসছেন তেজস্বী
অলকার গানের ভক্ত লাদেন, শিল্পী কী বললেন?
সহ-অভিনেতাদের সঙ্গে অনেক সিনেমায় কাজ করার কারণে এই গুজব ছড়িয়েছিল বলে মনে করেন এশা। অজয়-এশা বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যেমন— ‘যুবা’, ‘কাল’, ‘ইনসান’, ‘ক্যাশ’ প্রভৃতি।
সর্বশেষ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেন এশা-অজয়। ২০২২ সালে মুক্তি পায় এটি। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— রাশি খান্না, অতুল কুলকার্নি, আশীষ বিদ্যার্থী প্রমুখ।
ব্যক্তিগত জীবনে ভরত তাখতানির সঙ্গে ঘর বাঁধেন এশা দেওল। এ সংসারে তাদের দুটো কন্যাসন্তান রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে এ সংসার ভাঙনের ঘোষণা দেন এশা। আপাতত সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করছেন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক শর্তে ইয়ামালের সঙ্গে নাচবেন লেভা
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন স্টাইকার রবার্ট লেভানডভস্কি। একটি করেন গোল করেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।
বার্সার জার্সিতে গোল করে নেচে উদযাপন করতে দেখা যায় ইয়ামালকে। তার নাচে সঙ্গ দেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থ অ্যালেক্সজান্দ্রে বার্লে। কিন্তু পাশে থাকা লেভাকে নাচে যোগ দিতে দেখা যায়নি।
বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার এক শর্ত দিয়েছেন। ইয়ামালের বয়স তার অর্ধেকও হয়নি। লেভা তাই শর্ত দিয়েছেন, ইয়ামালের বয়স ১৮ বছর পূর্ণ হলে তার সঙ্গে নাচবেন তিনি।
প্রায় ১৯ বছরের ছোট ইয়ামালকে নিয়ে লেভানডভস্কি বলেন, ‘কারণ তার বয়স এখনো ১৮ হয়নি। আমরা তার ১৮ বছরের অপেক্ষায় আছি। এরপর একসঙ্গে নাচব, উদযাপন করবো। আমরা তাকে বলেছি- লামিনে আমাদের উচিত তোমার বয়স ১৮ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এরপর কোথায় একসঙ্গে নাচব আমরা।’
লামিনে ইয়ামালের অবশ্য বয়স ১৮ হতে খুব বেশি দেরি নেই। চলতি বছরের ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ করবেন বাঁ-পায়ের এই ফুটবলার। তার আগেই অবশ্য তার সামনে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে জয়ের সুযোগ। এরই মধ্যে তিনি জাতীয় দলের হয়ে ইউরো এবং বার্সার হয়ে সুপার কাপ জিতেছেন।
চলতি মৌসুমে লা লিগায় লেভা, রাফিনিয়া ও ইয়ামালের জুটি জমে উঠেছে। তারা মৌসুমে ৮২ গোল করেছেন। চলতি মৌসুমে সব শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে বার্সা। লিগ টেবিলে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে। রিয়ালের বিপক্ষে খেলবে কোপা দেল রে’র ফাইনাল।