Samakal:
2025-04-14@03:49:37 GMT

বনের জমি বনে ফিরছে

Published: 21st, March 2025 GMT

বনের জমি বনে ফিরছে

বনের ৮৭৫ একর জমির বরাদ্দ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আরও ১৩ হাজার ৫৬৭ একরের বরাদ্দ শিগগির বাতিল হচ্ছে। গত তিন দশকে সারাদেশে সরকারি ৪৫টি সংস্থাকে ১ লাখ ৬১ হাজার একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব জমির বড় অংশে এরই মধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে আজ শুক্রবার সরকারি-বেসরকারিভাবে বিশ্ব বন দিবস পালন করা হবে। এবারের প্রতিপাদ্য– ‘বন-বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন’।

পরিবেশবিদরা বলছেন, স্থাপনাকে উন্নয়নের ‘হাতিয়ার’ দেখাতে সরকারই বনভূমি দখলে মদদ দিয়েছে। এতে কমছে বনভূমি; ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণবৈচিত্র্য ও বাস্তুতন্ত্র। বনের জমি দখলমুক্ত করতে সরকারের শক্ত পদক্ষেপ চান তারা।

সরকারি সংস্থার কবজায় বনভূমি

বন বিভাগের তথ্য অনুযায়ী, কক্সবাজারে হাজার হাজার একর বনভূমি সরকারি সংস্থার কবজায় রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের অধীনে সারাদেশে রয়েছে ৫৩ হাজার ৫৭৯ একর ভূমি। প্রতিষ্ঠানটি শুধু কক্সবাজারেই দখলে নিয়েছে ৪৩ হাজার ৯৫ একর। জেলাটিতে সেনা, বিমান ও নৌবাহিনী এবং র‌্যাব ও বিজিবির অধীনে রয়েছে ৯৩ হাজার ৯২৩ একর। পাশাপাশি মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় দিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজার একর বনভূমি। কক্সবাজারে ৯ হাজার ৪৮৭ একর বরাদ্দ পেয়েছে বেজা-চট্টগ্রাম।

সংশ্লিষ্টরা জানান, গাজীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে অন্তত ৩০টি সরকারি সংস্থা বনভূমি বরাদ্দ নিয়েছে। সবচেয়ে বেশি ৮৬ হাজার ৭০০ একর বরাদ্দ নোয়াখালীতে। দ্বিতীয় চট্টগ্রামে, ২৭ হাজার ৬৯৮ একর। এর পর টাঙ্গাইলে ১৪ হাজার ৯৯৩, কক্সবাজারে ১৪ হাজার ২৩২ ও সিলেটে ৯ হাজার ১৫৬ একর।

জাতীয় বননীতির ১৯ নম্বর ঘোষণায় বলা আছে, সরকারি মালিকানাধীন বনভূমি বনায়ন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু এসব জমিতে নিত্যনতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা বনে ২০২৩ সালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়)’ প্রকল্পে অনুমোদন দেয় আওয়ামী লীগ সরকার। এটি তৎকালীন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের দুই মাস আগে চাপ দিয়ে ৩৬৪ কোটি টাকার প্রকল্পে অনুমোদন নেন তিনি। এতে সংরক্ষিত বনের ৫ হাজার ৬৩১ একর জমি ব্যবহারের সিদ্ধান্ত ছিল। তবে গত ডিসেম্বরে প্রকল্পটি বাতিল করেছে সরকার।

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের শুকনাছড়ি এলাকায় বড় বড় পাহাড়কে ব্রিটিশ আমলে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। ১৯৯৯ সালে এগুলোকে ‘প্রতিবেশ সংকটাপন্ন’ বনভূমি ঘোষণা করে সরকার। অথচ ২০২১ সালে এখানে ৭০০ একর বনভূমি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’-এর জন্য ১ লাখ টাকা প্রতীকী মূল্যে বরাদ্দ দেওয়া হয় বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। গত বছরের নভেম্বরে এটি বাতিল করে সরকার।

একইভাবে ২০২২ সালের জুলাইয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে খুনিয়াপালং মৌজায় আবাসিক প্রশিক্ষণ একাডেমির জন্য ২৫ একর সংরক্ষিত বন দেওয়া হয় বাফুফেকে। বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ ক্ষমতাবলে এটি দেওয়া হয়। অবশ্য গত বছরের ১ সেপ্টেম্বর বরাদ্দ বাতিল করে বিকল্প জায়গা খোঁজার জন্য নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কক্সবাজারের দরিয়ানগরের পাঁচ একর জমি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিকে বরাদ্দ দেয় তৎকালীন সরকার। ভূমি মন্ত্রণালয় ২০১৫ সালে উপকূলীয় প্রাণবৈচিত্র্য, সামুদ্রিক মৎস্য ও বন্যপ্রাণী গবেষণার জন্য এখানে বিশ্ববিদ্যালয়কে ইজারা দিয়েছিল। শর্তে না থাকলেও ২০১৮ সালে পাঁচ তলা ডরমিটরি করে কর্তৃপক্ষ। কর্মকর্তা, শিক্ষাবিদ ও রাজনীতিকরা বেড়াতে গেলে ৪৪টি কক্ষের ডরমিটরি ব্যবহার করছেন।

২০২২ সালে কক্সবাজার বিভাগীয় বন কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে ৩২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ২৮৮ একর বনভূমি বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি ও বিপিসির মতো প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ফেরতের শর্তে ২০২১ সালে ভূমি মন্ত্রণালয়কে বনের ১২ হাজার ৩৪১ দশমিক ৮১ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়, যেখানে পাহাড় ও গাছ কেটে তৈরি হচ্ছে স্থাপনা; চাষ হচ্ছে চিংড়ি।

২০১৬ সালে নিয়মবহির্ভূতভাবে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে বরাদ্দ দেওয়া হয় ১৫৫ দশমিক ৭ একর বনভূমি। প্রয়াত জাফর আলম মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। এটি বাতিলে গত বছর ২১ আগস্ট ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কার্যকর হয়েছে গত ৬ জানুয়ারি।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বেজা। পরিবেশ মন্ত্রণালয় মিরসরাইয়ে বরাদ্দ ৪ হাজার ১০০ একর বনভূমি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৯ হাজার ৪৬৭ একর জমিও ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়তনে সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনের পর তৃতীয় বৃহত্তম টাঙ্গাইলের মধুপুর শালবন। এখানেও পড়েছে সরকারি থাবা। ১০ হাজার ৬৪৬ একর জমি বিভিন্ন সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, ২০২০ সালের অক্টোবর থেকে গত বছর জুলাই পর্যন্ত ৩১ হাজার ৬১৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর ১ হাজার ৪৪৬ একর বনভূমি উদ্ধার হয়েছে। বাকি ২ লাখ ৩৭ হাজার ১০ একরও উদ্ধারে ১৭ হাজার ৩৮১টি উচ্ছেদ প্রস্তাব সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। অবশ্য ৫ আগস্টের পরও ঢাকা, টাঙ্গাইল এবং রংপুরে প্রায় ১৪০ একর বনভূমি দখল হয়েছে বলে জানান তিনি।

২০০৮ সালের ৮ এপ্রিল নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ও জাহাজমারা এলাকার ১১টি চরের ৪০ হাজার ৩৯০ একর জমি নিয়ে ঘোষণা হয় ‘নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান’। কিন্তু সরকারিভাবে শুধু চর ওসমানে জরিপ হয়।

বন উজাড়ে বিপন্ন প্রাণবৈচিত্র্য

দেশের ভূখণ্ডের ২৫ শতাংশ বনভূমি না থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। বাংলাদেশ বন বিভাগের ২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়, দেশে বন আচ্ছাদিত এলাকা মোট ভূমির ১২ দশমিক ৮ শতাংশ। যদিও এখানে বনের বাইরের গাছ আমলে নেওয়া হয়নি। তবে বন বিভাগের নতুন সমীক্ষায় বলা হয়েছে, বনের বাইরে গাছের পরিমাণ মোট ভূমির ৯ দশমিক ৭ শতাংশ। এসব গাছের বেশির ভাগই সামাজিক বনায়নের। বনের ভেতর ও বাইরে বৃক্ষ আচ্ছাদিত এলাকা মোট ভূমির প্রায় সাড়ে ২২ শতাংশ।

বনভূমি কমে যাওয়ায় খাদ্য ও অস্তিত্ব সংকটে পড়েছে বন্যপ্রাণী। ইতোমধ্যে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণীসহ ৩১টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের হিসাবে, বাংলাদেশে ৩৯০ প্রজাতির বন্যপ্রাণীর প্রায় সবক’টি ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে মহাবিপন্ন চিহ্নিত হয়েছে ৫৬টি বন্যপ্রাণী, বিপন্ন ১৮১ ও ঝুঁকিতে ১৫৩ প্রজাতি।

বন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অনেক বনভূমি বন অধিদপ্তরের নামে নিবন্ধন নেই। ফলে জেলা প্রশাসকরা খাসজমি হিসেবে সংরক্ষিত বনের জমি প্রতীকী মূল্যে বন্দোবস্ত দেন।

বন অধিদপ্তরের সাবেক প্রধান বন সংরক্ষক এবং আইইউসিএনের সাবেক কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, বেশির ভাগ দখলে রাজনৈতিক মদদ রয়েছে। বনের ভেতরে জমি বরাদ্দ দিলে পুরো বনেই বিপর্যয় নেমে আসে। উন্নয়নের জন্য বরাদ্দ দিতে হলে ক্ষতির বিষয় জানতে হবে। কারণ উজাড়ের পর জমি এমন হয়, সেখানে ১০ গুণ গাছ লাগানো সম্ভব নয়।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সমকালকে বলেন, ‘বনভূমি বরাদ্দের অর্থ এটিকে অপ্রয়োজনীয় মনে করা। সব প্রতিরোধ উপেক্ষা করে আমরা বন উদ্ধারে মনোযোগ দিয়েছি। বিভিন্ন সংস্থার নামে বরাদ্দ বাতিল করা হচ্ছে। দখলদার যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে।’

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বন ব ভ গ র হ জ র একর র বর দ দ ব ত ল কর প রকল প গত বছর পর ব শ মন ত র এক ড ম র জন য দশম ক একর জ সরক র

এছাড়াও পড়ুন:

রমনা বটমূলে বোমা হামলা: ২৪ বছরেও হয়নি বিস্ফোরক মামলার রায় 

রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার পর দুই যুগ পার হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার বিচার এখনো শেষ হয়নি। কবে রায় হবে, নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা হয়। এতে ১০ জন প্রাণ হারান। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার শেষ হয়েছে ১৩ বছর আগে। তবে, ২৪ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচারকাজ।

তিন বছর আগে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ যুক্তি-তর্ক উপস্থাপনের পর্যায়ে ছিল। ২০২২ সালের ২৮ জুলাই মামলাটি বদলি করে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়। সেখান থেকে ২০২৩ সালের ৩ জানুয়ারি পাঠানো হয় মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫ তে।

মামলাটি এখন আসামিদের আত্মপক্ষ শুনানির পর্যায়ে আছে। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু, মামলার তিন আসামি সিলেটের এক মামলায় সেখানে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি। এদিকে, এক আসামির পক্ষে মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আবেদন করা হয়েছে। বিচারক সাইফুর রহমান মজুমদার আগামী ২০ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেছেন, “গত অক্টোবরে আমরা নিয়োগ পেয়েছি। ডিসেম্বরে ছিল শীতকালীন অবকাশ। আমরা খুব বেশি সুযোগ পাইনি। রাষ্ট্রীয় দিকনির্দেশনার দিকে তাকিয়ে আছি। আমাদের পিপি স্যার আছেন। তাকে সব সময় ইনফর্ম করি। পিপি স্যার যে দিকনির্দেশনা দেবেন, সে অনুযায়ী কাজ করব। আসামিরা অন্য মামলায় গ্রেপ্তার হওয়ায় তাদের এ মামলায় হাজির করা যাচ্ছে না। এজন্য একটু সময় লাগছে।”

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ মামলা সম্পর্কে আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখব।”

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামিরা হলেন—আরিফ হাসান ওরফে সুমন ওরফে আবদুর রাজ্জাক, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন, শাহাদাতউল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মো. তাজউদ্দিন, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই। তাদের মধ্যে মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর ও মুফতি আব্দুল হাই পলাতক এবং অপর আট আসামি কারাগারে আছেন।

আসামি আরিফ হাসানের আইনজীবী মিজানুর রহমান বলেছেন, আগের সরকার ইচ্ছে করে এ মামলার বিচার শেষ করেনি। আসামিদের আটকে রেখে দিয়েছে। কারণ, তারা জানত, আসামিরা রমনায় বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা করেনি। উচ্চ আদালতে তারা খালাস পাবেন। এ কারণে মামলা শেষ না করে ঝুলিয়ে রেখে আসামিদের আটকে রেখেছে। আমরা চাই, মামলার বিচার শেষ হোক। রমনা বটমূলে ঘটনা ঘটেছে, মানুষও মারা গেছে। দোষীদের বিচার আমরাও চাই। মামলার বিচার শেষ হলর কেউ দোষী হলে সাজা পাবে আর দোষ না করলে খালাস পাবে।

২০০১ সালের পহেলা বৈশাখ ভোরে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানস্থলে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিটে একটি এবং এর পরপরই আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত ব্যক্তি প্রাণ হারান এবং ২০-২৫ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের মধ্যে তিন জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। এতে ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ।

দুটি মামলার মধ্যে প্রায় ১৩ বছর পর হত্যা মামলার রায় হয় ২০১৪ সালের ২৩ জুন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আট জনকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মুফতি আব্দুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আব্দুল মান্নান, আরিফ হাসান সুমন, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন, মো. তাজউদ্দিন, আলহাজ মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া।

তাদের মধ্যে মাওলানা তাজউদ্দিনসহ তিন আসামি এখনো পলাতক। শীর্ষ জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আব্দুল মান্নানের অপর এক মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। এজন্য বিস্ফোরক মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। শুনানি শেষে গত ১৮ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। 

এর আগে ২০১৭ সালের ৮ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এরপর ওই বছরের ১৪ মার্চ চূড়ান্ত যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ ঠিক করা হয়। পরে আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর মামলাটি যায় বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চে। সেখানে দীর্ঘদিন থাকার পরও মামলাটির শুনানি হয়নি।  

হত্যা মামলা সম্পর্কে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি বলেছেন, ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানিতে আমরা বিচারিক আদালতের দেওয়া সাজার যৌক্তিকতা তুলে ধরেছি। প্রত্যাশা করছি, সর্বোচ্চ সাজা রায়ে বহাল থাকবে।

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান বোমা হামলায় নিহতরা হলেন—চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার দুবলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৩৫), বরগুনা জেলার বামনা থানার বাইজোরা গ্রামের আবুল হোসেন ওরফে এনায়েত হোসেনের ছেলে জসিম (২৩), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিরামকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে এমরান (৩২), পটুয়াখালীর সদর থানার ছোট বিমাই গ্রামের মৃত অনবী ভূষণ সরকারের ছেলে অসীম চন্দ্র সরকার (২৫), পটুয়াখালী জেলার বাউফল থানার কাজীপাড়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে মামুন (২৫), একই গ্রামের সামছুল হক কাজীর ছেলে রিয়াজ (২৫), একই এলাকার আবুল হাশেম গাজীর মেয়ে শিল্পী (২০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রথি রুহিত রামপুর গ্রামের আবুল কালামের ছেলে ইসমাইল হোসেন স্বপন (২৭), ঢাকার দোহার থানার চরনটসোলা গ্রামের মৃত আয়নাল খাঁর ছেলে আফসার (৩৫) ও অপর এক জন অজ্ঞাত পুরুষ।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ