মার্কিন শিক্ষা দপ্তর বন্ধ করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত আদেশে শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষা বিভাগ বন্ধের নির্দেশ দিয়েছেন।

এই নির্বাহী আদেশের মাধ্যমে একটি ফেডারেল বিভাগ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার জন্য কংগ্রেসের অনুমোদন পাওয়ার প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রশাসন শেষ পর্যন্ত কংগ্রেসকে সংস্থাটি বন্ধে চাপ দিতে পারে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে এর বাজেট দ্বিগুণেরও বেশি বেড়েছে কিন্তু জাতীয় পরীক্ষার ফলাফল উন্নত হয়নি।

স্কুলগুলোতে পাঠ্যক্রম নির্ধারণে ফেডারেল সরকারের কোনো ভূমিকা নেই, এটি রাজ্য এবং স্থানীয় সরকারগুলোর দায়িত্ব। রাজ্য ও স্থানীয় সরকার স্কুলগুলোকে ৯০ শতাংম তহবিল প্রদান করে। তা সত্ত্বেও, হোয়াইট হাউসে, ট্রাম্প ‘রাজ্যগুলোতে শিক্ষা ফেরত পাঠানোর’ তার নির্বাচনী প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছিলেন।

শিক্ষা বিভাগকে লক্ষ্য করে নির্বাহী আদেশটি কয়েক সপ্তাহ ধরে প্রত্যাশিত ছিল। এই আদেশে ম্যাকমাহনকে প্রধান কার্যক্রমগুলো বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন ম্যাকমোহনই হবেন শেষ শিক্ষামন্ত্রী।

ট্রাম্প বলেছেন, “আমার প্রশাসন বিভাগটি বন্ধ করার জন্য সব আইনি পদক্ষেপ নেবে। আমরা এটি বন্ধ করে দেব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করে দেব। এতে আমাদের কোনো লাভ হচ্ছে না।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শিশুকিশোরের রোজার বিধান

শিশুদের ওপর রোজা ফরজ নয়। পালন করলে সওয়াব পাওয়া যাবে, ছেড়ে দিলে গুনাহ হবে না। (সালেহ আল-উসাইমিন, ফিকহুল ইবাদাত, ১৮৬)

ইবনে আব্বাস (রা.) বলেন, এক নারী তার শিশু সন্তানকে তুলে ধরে রাসুল (সা.)-এর কাছে জানতে চাইলেন, তার জন্য কি হজ আছে? রাসুল (সা.) বললেন, হ্যাঁ, এবং এজন্য সে সওয়াব পাবে। (মুসলিম, হাদিস: ১৩৩৬)

কখন শিশুর ওপর রোজা ফরজ

নামাজের মতোই রোজার বিধান। রাসুল (সা.) বলেছেন, সাত বছর হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের আদেশ দাও, দশ বছর হলে তাদের এ জন্য প্রহার কর এবং তাদের মধ্যকার বিছানা পৃথক করে দাও। (আবু দাউদ, হাদিস: ৪৯৫; মুসনাদে আহমদ, ২/১৮৭)

গ্রহণযোগ্য মত হলো, ফরজ হওয়ার মানদণ্ড হলো সাবালকত্ব। সাবালক হওয়ার আগে কারও ওপর রোজা ফরজ নয়। (লাজনায়ে দায়েমা লিল-ইফতা, ফাতাওয়া নাম্বার ১৭৮৭)

আরও পড়ুনরমজানে ৬টি অভ্যাস১০ মার্চ ২০২৫

শিশু রোজার জন্য জেদ করলে

শিশু বিনা কষ্টে রোজা রাখতে সক্ষম হলে তাকে রোজা রাখার সুযোগ দেওয়া উচিত। যদি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে, তার বয়স কম, স্বাস্থ্যও খারাপ, রোজা তার জন্য ক্ষতিকর, তবে তাকে রোজা না রাখার জন্য বলতে হবে। এমন অবস্থায় রোজা না রাখার জন্য তার ওপর কঠোরতাও আরোপ করা যাবে। (ইবনে উসাইমিন, ফাতাওয়া ও রাসায়েল, ১/৪৯৩)

শিশুর রোজা শুদ্ধ হওয়ার শর্ত

শিশুর রোজা শুদ্ধ হওয়ার জন্যও সেসব কিছুই শর্ত, যারা বড়দের জন্য শর্ত। তাকেও সেসব জিনিস থেকে বিরত থাকতে হবে, যার কারণে বড়দের রোজা নষ্ট হয়ে যায়। (আবদুল্লাহ ইবনে জাবরিন, ফাতাওয়াস সিয়াম, ৩৩)

শিশুর রোজার সাওয়াব

শিশুর রোজার সাওয়াব শিশু নিজেই লাভ করবে। তবে তার পিতা-মাতা রোজা শেখানোর কারণে সওয়াব পাবেন। (আবদুল্লাহ ইবনে জাবরিন, ফাতাওয়াস সিয়াম, ৩৩)

আরও পড়ুনরোজার নিয়ত কখন করবেন১০ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ