রাজধানীর শাহ আলী, খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকায় চার শিশুসহ ছয়জন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। এ ছাড়া দেশের কয়েকটি স্থানে স্কুলছাত্রী, মাদ্রাসাছাত্র ও শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা.

সাবিনা ইয়াসমিন জানান, পৃথক থানার পুলিশ তাদের ওসিসিতে ভর্তি করে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

খিলগাঁও থানা এলাকা থেকে ১৫ বছরের কিশোরীকে গতকাল ওসিসিতে ভর্তি করা হয়। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ জানান, তাকে আলিফ সিয়াম নামের এক তরুণ বিয়ের কথা বলে গত ২৩ ফেব্রুয়ারি ধর্ষণ করে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার থানায় মামলা হয়েছে। এ কারণে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে আনা হয়েছে।

বিয়ের প্রলোভনে হাতিরঝিল এলাকায় একটি বাসায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, বুধবার ২২ বছরের তরুণী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা করেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিন শিশু ধর্ষণের অভিযোগে মুগদা থানায় পৃথক মামলা হয়েছে। থানার এসআই আল-আমীন জানান, মাণ্ডা এলাকায় বুধবার ইফতারের পর ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার মুগদা ঋষিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিন্টু চন্দ্র দাস নামে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে। পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই দোষ স্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামের এক যুবককে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শাহ আলী থানার সি-ব্লকের একটি বাসায় ওমর ফারুক এবং শিশুটি তার পরিবারের সঙ্গে বসবাস করে। ফারুকের ছোট সন্তান থাকায় ধর্ষণের শিকার শিশুটি তাদের বাসায় যেত। বুধবার মেয়েটি ওই বাসায় গেলে ফারুক তার স্ত্রী ও সন্তানকে দোকানে কেনাকাটা করতে পাঠায়। এর পর ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করে। 

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ১৮ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১ মার্চ বাড়ির পাশ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় লালমনিরহাট সদরের গোকুণ্ডা এলাকার ফজলুল হক ও সেলিম মিয়া। এর পর মেয়েটিকে ফজলুলের বাড়িতে আটক রেখে ১৮ দিন ধরে ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফজলুল ও সেলিম। বুধবার রাতে ভুক্তভোগী কৌশলে পালিয়ে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিন সন্ধ্যায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

মানিকগঞ্জে মাদ্রাসাছাত্র, পাবনায় শিকার স্কুলছাত্রী

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে পাবনার সাঁথিয়া পৌরসভায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে বগুড়ার ধুনট উপজেলায় ছোট বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী নামে এক বৃদ্ধকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেদ নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কলেছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে কলেজছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করে আব্দুল্লাহ। পরদিন তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এর পর ১৭ মার্চ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতের এক ঘটনায় ভুক্তভোগীর মা রায়পুর ও সদর থানায় মামলা করেন। দুই মামলার আসামি মনির হোসেন ও রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন হয়রানির অভিযোগে গতকাল পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর দুমকীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে গতকাল মানববন্ধন করেছে ছাত্র-জনতা। যশোরে অভয়নগরে চাচাতো বোনকে ধর্ষণের মামলায় শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। যৌন ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় নারীসহ দুই এনজিও কর্মীকে অপহরণ ও মারধরের ঘটনার তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সমালোচনার মুখে চান্দিনা থানার ওসি নাজমুল হুদাকে বদলি করা হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক বদলির আদেশের পর বৃহস্পতিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। তাঁর নতুন কর্মস্থল হোমনা থানা। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)

 

উৎস: Samakal

কীওয়ার্ড: ঢ ক ম ড ক ল কল জ গ র প ত র কর ছ ন ম র এক উপজ ল য় শ হ আল র পর ব এল ক য় ঘটন য় গতক ল বছর র

এছাড়াও পড়ুন:

অবশেষে মামলা করলেন ধর্ষণের শিকার দুই ছাত্রীর বাবা

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। দুটি মামলাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। তিনি জানান, বুধবার রাতে দুই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগটি রাতেই মামলা হিসেবে নেওয়া হয়।

দুই মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন ইমরান মিয়া (১৯), রাজ্জাক মিয়া (২৫), আবদুর রহমান (২৭), ইস্রাফিল মিয়া (২৩), সাইফুল মিয়া (২৮), রমজান মিয়া (২২), কাইয়ুম মিয়া (২১) ও মুন্না মিয়া (২৩)।

এর আগে ভুক্তভোগী দুই ছাত্রীর বাবা জানিয়েছিলেন, ধর্ষণে অভিযুক্ত আটজন এলাকায় প্রভাবশালী এবং তাঁদের পূর্বপরিচিত। তাঁদের মামলা করার মতো সামর্থ্য নেই। তাই থানায় না গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছেন তাঁরা।

আরও পড়ুননরসিংদীতে দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় না গিয়ে চেয়ারম্যানের কাছে ‘বিচার’ ০৯ এপ্রিল ২০২৫

দুই মামলার এজাহারে বলা হয়, ওই দুই স্কুলছাত্রী গত সোমবার বিকেলে দুই তরুণের সঙ্গে নৌকায় নদীতে বেড়াতে যায়। সন্ধ্যায় ওই দুই তরুণ নৌকাটি তীরে ভেড়ান। এ সময় কৌশলে তাঁরা দুই ছাত্রীকে একটি বিদ্যালয়ের পেছনে নির্জন স্থানে নিয়ে যান। পরে তাঁরা আরও ছয় বন্ধুকে ডেকে আনেন। এরপর তাঁরা ভয় দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী দুই ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি জানায়।

জানতে চাইলে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ
  • হত্যার ভয় দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ
  • তিন মাসে নির্যাতনের শিকার ৮৩৬ নারী ও কন্যাশিশু
  • অবশেষে মামলা করলেন ধর্ষণের শিকার দুই ছাত্রীর বাবা