গ্রামের পশ্চিমে বিস্তৃত কাউয়াদিঘি হাওর। সেই হাওরের পাড় ঘেঁষে গড়ে উঠেছে গ্রামটি। বর্ষায় হাওরের পানিতে গ্রামের খাল-নালা, পথঘাট ডুবে যাওয়াই নিয়ম। এখন শুকনো মৌসুম, হাওরে পানি নেই। যত দূর চোখ যায় ধু ধু ফাঁকা দিগন্ত, বোরো ফসলের সবুজ। ফসলের দিকে তাকালে কারও মনে হতে পারে, কেউ হয়তো সবুজ চাদর বিছিয়ে রেখেছে মাঠে। নিভৃত এই গ্রামটির ভেতরে সবার চোখের আড়ালে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা চুন-সুরকির একটি মসজিদ আছে, যার বয়স ১৫০ বছর পেরিয়ে গেছে।

এই মসজিদের অবস্থান মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে। মসজিদটিকে স্থানীয় মানুষ চেনে তিন গম্বুজ রক্তা জামে মসজিদ নামে। মসজিদটিতে স্থান সংকুলান না হওয়ায় কয়েক বছর আগে নতুন করে সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু পুরোনো মসজিদে হাত দেওয়া হয়নি, পুরোনো মসজিদটিকে অবিকল রেখে দেওয়া হয়েছে।

রক্তা গ্রামে একটি পুরোনো মসজিদ আছে, যার বয়স শত বছরের ওপরে—এমন তথ্য পেয়ে ১৮ মার্চ সেখানে যাওয়া। মৌলভীবাজারের রাজনগর-বালাগঞ্জ সড়ক থেকে পশ্চিমে কাউয়াদিঘি হাওরের দিকে একটি গ্রামীণ পাকা সড়ক গেছে, সেই সড়ক ধরেই রক্তা গ্রামে পৌঁছা গেল। সড়কের দুই পাশে ধানখেত, কাঁচাপাকা নতুন-পুরোনো বাড়ি। পাকা সড়ক যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখানে ভ্রাম্যমাণ হাটের মতো পসরা নিয়ে বসেছেন কয়েকজন ব্যবসায়ী। ধারণা করা যায়, ভ্রাম্যমাণের মতো মনে হলেও তাঁরা আসলে নিয়মিতই এখানে পণ্য সাজিয়ে বসেন। বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি, ফল সাজানো আছে। সেখান থেকে উত্তর দিকে মসজিদ পর্যন্ত কয়েক শ ফুট ইট বিছানো সড়ক, সেই সড়কটি এখন এবড়োখেবড়ো, গর্তে পূর্ণ।

এখানে একটি মসজিদ আছে, এটা যে কারও চোখে পড়বে। কিন্তু আগে থেকে না জানা থাকলে এই নতুন দালানের আড়ালে কালের যাত্রায় ১৫০ বছর পার করা একটি মসজিদ আছে, তা কেউ অনুমান করতে পারবেন না। নতুন ভবনটিই আগে চোখে পড়ে। পুরোনো মসজিদকে যুক্ত করেই পূর্ব দিকে নতুন দালান নির্মাণ করা হয়েছে। চুন-সুরকিতে তৈরি তিন গম্বুজ মসজিদটিকে আপাতত সাদামাটা মনে হলেও মসজিদ তৈরিতে প্রাচীন স্থাপত্যকলা অনুসরণ করা হয়েছে। প্রায় ২০ ফুট উঁচু দেয়ালে ঘেরা চারদিক। উত্তর ও দক্ষিণ দিকে দুটি জানালা আছে। মসজিদের ছাদে পূর্ব ও পশ্চিম দিকে তিনটি করে স্তম্ভ। আছে তিনটি গম্বুজ। এই গম্বুজ তিনটি মসজিদের পরিচিতি তৈরি করেছে। পরিচিতজন এটাকে ‘তিন গম্বুজ মসজিদ’ নামেই চিনে থাকেন। মসজিদের পূর্ব দিকে পাকা ঘাটওয়ালা একটি পুকুর আছে। মসজিদটির উত্তর পাশেই আছে রক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মসজিদ নির্মাতার পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মসজিদটি যখন নির্মাণ করা হয়, তখন গ্রামে হাতে গোনা কয়েকটি পরিবার ছিল। মুসল্লির সংখ্যা বেশি ছিল না। কিন্তু ধীরে ধীরে গ্রামে জনসংখ্যা বেড়েছে, মুসল্লির সংখ্যাও বেড়েছে। জুমার নামাজ, ঈদের জামাতে গ্রামের মানুষের স্থান সংকুলান হয় না। তখন মসজিদ সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে চিন্তা ছিল পুরোনো মসজিদসহ সেই স্থানটিকে উন্মুক্ত রেখে নতুন করে একটি মসজিদ নির্মাণ করা হবে। কিন্তু খালি জায়গা না থাকায় পুরোনো মসজিদকে সংযুক্ত রেখেই নতুন করে পূর্ব দিকে ভবন সম্প্রসারণ করা হয়েছে। নতুন ভবনের ভিত্তিটি পাঁচতলার করা হয়েছে। সম্প্রসারিত ভবনের স্থানে আগে টিনের একচালা ছিল। নতুন ভবন নির্মাণ করা হলেও ঈদের জামাত দুবারে পড়তে হয়।

ভবনটির কাছাকাছি গেলে পুরোনো মসজিদের অবস্থান পরিষ্কার বোঝা যায়। মসজিদের ভেতরের দিকেও পুরোনো মসজিদের আদল অবিকল রাখা হয়েছে। তিন ফুটের মতো চুন-সুরকির প্রশস্ত দেয়াল। গরমের সময় পুরোনো ভবনের ভেতরটা শীতল থাকছে। শীতের সময়েও বেশি ঠান্ডা হয় না। একটা প্রাকৃতিক আবহাওয়া বিরাজ করে। নতুন ভবনের ছাদ থেকে দেখলে পুরোনো ভবনের নির্মাণশৈলী ভালোভাবে চোখে পড়ে, গম্বুজগুলো স্পষ্ট দেখা যায়।

মসজিদ নির্মাতার উত্তরসূরি আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, তাঁর দাদার বাবা হাজি সুজন মাহমুদ মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সময় কাউয়াদিঘি হাওরে তাঁর দাদার জলমহালের ব্যবসা ছিল। পুরোনো মসজিদ ভবন এখনো ঠিকঠাক আছে, তবে কত দিন থাকবে, এ নিয়ে চিন্তা বাড়ছে। তিনি বলেন, ‘মসজিদের বয়স ১৫৩ বছর। রক্তা গ্রামের মানুষ এই মসজিদে নামাজ পড়েন। মেইন মসজিদ সংস্কার করা হয়নি। নতুন ভবন নির্মাণের সময় পুরোনো মসজিদকে অবিকল রেখে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংস্কারের প্রয়োজন পড়লে যাতে পুরোনো ডিজাইন ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখা হবে। এই মসজিদ শুধু রক্তা গ্রামই নয়, এই এলাকার সবচেয়ে প্রাচীন একটি মসজিদ। এটি এখন ইতিহাস-ঐতিহ্যের অংশ।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ম ণ কর মসজ দ র মসজ দ ন গম ব জ ভবন র

এছাড়াও পড়ুন:

জুলাই স্পিরিট ছিলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাই স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে।

এজন্য যদি আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় দিবো। এরপরও আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, ন্যায়ের পক্ষে থাকবো। এটা ছিল জুলাই বিপ্লবের অন্যতম স্পিরিট। 

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিলো আমরা মাজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুমের করেই যাচ্ছে। জালেম এবং মাজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিলো ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিলো চিন্তার ভিন্নতা ছিলো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। 

তিনি আরও বলেন, জুলাইয়ের স্পিরিট ছিলো ভ্রাতৃত্ব ভালোবাসা। সেক্রিপ্রাইজ করার মানসিকতা। যার কারণে আহত অনেককে সাহায্য করা সময় তারা বলেছে আপনারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। 

জুলাইয়ের ক্রেডিট নিয়ে ডিবেটের বিষয় উল্লেখ করে শিবির সভাপতি বলেন, আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময়ে যে মানসিকতা ছিলো কেন জানি সেটা থেকে সড়ে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে একধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি আবদুল জব্বার। 
 

সম্পর্কিত নিবন্ধ