আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...রাজস্থান রয়্যালস

অধিনায়ক: সঞ্জু স্যামসন
কোচ: রাহুল দ্রাবিড়
শিরোপা: ১টি (২০০৮)
স্কোয়াড: ২০ জন
ভারতীয়: ১৪ জন
বিদেশি: ৬ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা
নিলামে ক্রয়: জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধওয়াল, বৈভব সূর্যবংশী, শুবম দুবে, যুধবীর সিং, কুমার কারিকেয়া, কুনাল রাঠোর, অশোক শর্মা।

শক্তি

● রাজস্থানের দলটি অনেকটাই অপরিবর্তিত। জস বাটলারকে ছাড়লেও সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও সন্দীপ শর্মারা এবারও দলে আছেন। তাঁদের নিয়েই গত তিন আসরে একধরনের ধারাবাহিক সাফল্য পেয়েছে রাজস্থান। ২০২২ সালে ফাইনাল খেলার পর ২০২৩ সালে পঞ্চম, এরপর গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি।

ওপেনিংয়ে একদিকে জয়সোয়াল, অন্যদিকে থাকবে স্যামসন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স য মসন

এছাড়াও পড়ুন:

বুবলী-সিয়ামের রোমান্সে বুঁদ দর্শক

জুটি বেঁধে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এম. রাহিম নির্মিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। আপাতত, জোর কদমে চলছে প্রচারের কাজ। তারই অংশ হিসেবে মুক্তি পেল সিনেমাটির একটি রোমান্টিক গান।

শুক্রবার (২১ মার্চ) বিকালে মুক্তি পেয়েছে ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গান। রোমান্টিক ঘরানার গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানের কথার পাশাপাশি দুই শিল্পীর গায়কির ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

চমৎকার সব লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। তাতে যেন মিশে একাকার বুবলী-সিয়াম। তার অভিব্যক্তি দর্শক-শ্রোতাদের হৃদয়ে মুগ্ধতার ছড়াচ্ছে। কমেন্ট সেকশনে চোখ ভোলালে তেমনটাই দেখা যায়। 

আরো পড়ুন:

লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে চান বুবলী

খন্দকার’স ফ্যাশনে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা

মেহেদি নামে একজন লেখেন, “ইমরান মাহমুদুল, প্রিন্স মাহমুদ, কনা— এই গান দিয়ে হৃদয়ে তির মেরেছেন। আর সেই দৃশ্যটা কল্পনায় ফুটিয়ে তুলেছে তোখড় অভিনেতা-অভিনেত্রী।” শ্রাবণ লেখেন, “পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলী-সিয়াম। গানের কথা, গায়কি, সুর, লোকেশন, দুজনের কম্বিনেশন জমে ক্ষীর।” আরেকজন লেখেন, “কালার গ্রেডিং, লোকেশন, মিউজিক, লিরিক্স, গায়কি, অভিনয়— সব মিলেমিশে একাকার, দারুণ একটা গান।” এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। 

‘জংলি’ সিনেমার সবগুলো গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এ গান নিয়ে তার ভাষ্য, “অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে ‘জংলি’ টিমের অনেকের চাওয়া ছিল— এবার যেন নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মতো একটা ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মতো করে ‘বন্ধুগো শোনো’ গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।”

আজাদ খানের গল্প নিয়ে ‘জংলি’ সিনেমার চিত্রনাট্য রচনা করেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ