ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিনিয়োগ বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের হাইকমিশনারের উদ্যোগে বৃহস্পতিবার রাতে দিল্লিতে ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বড় এবং মাঝারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট'-এর পূর্বে এই অনুষ্ঠানটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে। 

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো.

নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যা বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। 

তিনি আরও বলেন, প্রচুর শক্তি সরবরাহ এবং প্রতিযোগী শ্রমশক্তির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সামনে একটি বিশদ উপস্থাপনা পেশ করেন বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক মন্ত্রী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অশোক লেল্যান্ড এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো শীর্ষস্থানীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় অন ষ ঠ ন ব যবস

এছাড়াও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে উল্টে যাওয়া রডবাহী ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভোর ৪টার দিকে একটি রডবাহী ট্রাক উল্টে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘‘এক‌টি রডবাহী ট্রাক উল্টে রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এর ফলে, কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার দিকে উল্টে পড়া ট্রাক ও সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ