ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা কলেজের ২ নং গ্যালারিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র কল্যাণের প্রধান উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনিচুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সামনের দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একযোগে ছাত্রদের কল্যাণে আরও কাজ করতে হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাসিবুল হাসান সজীব বলেন, গোপালগঞ্জ জেলার ছাত্রদের যে কোনো অসুবিধা আমরা আমাদের মতো করে সমাধানের চেষ্টা করব।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণের সভাপতি রাহাদ মোল্লা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক শাহিন মৃধা। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ, সহসাংগঠনিক সম্পাদক আবুল মনসুর কমেট, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজিবুল হাসান, যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ছাত্র কল্যাণের অন্যতম উপদেষ্টা প্রদীপ অধিকারী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল আলম আলামিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোদোয়ান ইসলাম হিমেল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সহসাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সাইফুদ্দিন জিসান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র প র ট ছ ত র কল য ণ র গ প লগঞ জ জ ল ছ ত রদল র স কল জ ছ ত র অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ

সংবিধানে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশ জাসদ। আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নিজেদের এ অবস্থান তুলে ধরে দলটি।

আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের শুরুতে নিজেদের প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।

মুশতাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অবশ্যই চব্বিশের গণ–অভ্যুত্থান উল্লেখ করার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নব্বইয়ের গণ–অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। এই গণ–অভ্যুত্থানকেও সংবিধানে মর্যাদার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ মার্চের ভাষণ অপসারণ তাঁরা সমর্থন করেন না। দেশের নাম বাংলাতে পরিবর্তনকে তাঁরা অনাবশ্যক বলে মনে করেন।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
  • পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতন্ত্র উচ্ছেদ হবে না: জেএসডি
  • তেত্রিশে পা দৃষ্টির
  • মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ
  • জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’