গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতের হামলায় সজিব হোসেন (৩৮) নামে এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার জামালপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকার এ ঘটনায় আহত হয়েছেন রয়েল হোসেন নামের এক যুবক। স্থানীয়রা ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছেন। তাদের নাম জানা যায়নি। নিহত সজীব কালিয়াকৈরের গাবচালা গ্রামের মুক্তার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা নিয়ে গাবচালা এলাকা থেকে হাটুরিয়াচালায় যাচ্ছিলেন সজিব ও রয়েল। পথে নির্জন এলাকায় সাত-আটজনের একদল ডাকাত তাদের অটোরিকশা থামিয়ে টাকাপয়সা লুটের চেষ্টা করলে সজিব বাধা দেন। এ সময় ডাকাত সদস্যরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রয়েল দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে স্থানীয়দের ঘটনা জানালে গ্রামবাসী জড়ো হয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া দেন। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটিয়ে পুলিশে খবর দেন তারা। সজিব ও রয়েলকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সজিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই ডাকাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি সেলিম হোসেন বলেন, দুই ডাকাতকে আটক করা হয়েছে। সজিব নামের একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত

এছাড়াও পড়ুন:

কালিয়াকৈরের বনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকার সড়কে ডাকাতরা সজিব হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজিব হোসেন কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। তিনি এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। এসময় রয়েল মিয়া নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে টাকা আনতে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে হাটুরিয়াচালা বাজারের আগেই বনের ভেতরের সড়কে তাদের মোটরসাইকেল একদল ডাকাত গতিরোধ করে। তারা মটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতদলের সদস্যরা সজিব হোসেনকে ধরে ফেলে কুপিয়ে জখম করে।  এতে ঘটনাস্থলেই সজিব মারা যায়। এসময় অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত দলের দুইজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এদের একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, “ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু

সম্পর্কিত নিবন্ধ

  • কালিয়াকৈরের বনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক