গুলশানে পুলিশ প্লাজার সামনে যুবককে গুলি করে হত্যা
Published: 20th, March 2025 GMT
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম সুমন মিয়া ওরফে টেলি সুমন (৩৩)। তিনি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, পুলিশ প্লাজার সামনের সড়কে সুমন মিয়ার সঙ্গে কয়েকজন ব্যক্তির ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রাতে সাড়ে ১১টার দিকে ওই এলাকায় গিয়ে জানা যায়, পুলিশ প্লাজার পশ্চিম পাশে ফজলে রাব্বী পার্কের কোনায় ঘটনাটি ঘটেছে। তখন সেখানে পুলিশ, র্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সুমনকে গুলি করা হয়। এ সময় সুমন গুলশান-১ এর দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন সড়কের মধ্যে আবারও তাঁকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সুমনের স্ত্রীর বড় ভাই বাদশা মিয়া জানান, সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তাঁর বাবার নাম মাহফুজুর রহমান। তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স মন র
এছাড়াও পড়ুন:
শাহরুখের চেয়েও ব্যস্ত তিনি
গত কয়েক বছরে নিজের কাজের চেয়ে কথার জন্যই বেশি আলোচিত হয়েছেন অনুরাগ কশ্যপ। একবার বাংলা সিনেমার কড়া সমালোচনা করে ব্যাপক রোষের মুখে পড়েন। সাম্প্রতিক সময়ে সোচ্চার হিন্দি সিনেমার দুরবস্থা নিয়ে। এমনকি কিছুদিন আগে জানান, হিন্দি সিনেমা নিয়ে ত্যক্তবিরক্ত হয়ে মুম্বাই ছেড়েছেন। এবার তিনি মন্তব্য করছেন শাহরুখ খানকে নিয়ে।
কয়েক দিন ধরেই ভারতীয় সার্টিফিকেশন বোর্ডের কড়া সমালোচনা করছেন অনুরাগ। ‘ফুলে’ সিনেমার ছাড়পত্র না পাওয়ার পরেই এই বিতর্কের শুরু। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, ‘অন্যের সিনেমা মুক্তি নিয়ে এত সোচ্চার, অনুরাগের নিজের সিনেমার খবর কী?’
এর জবাব নিয়ে এক্স হ্যান্ডলে অনুরাগ লিখেছেন, ‘আমাকে ব্যস্ত থাকতেই হবে। যদিও আমি সেই পরিমাণ টাকা উপার্জন করি না। ২০২৮ সাল পর্যন্ত আমার কাছে ডেট নেই৷ আমার পরিচালিত পাঁচটা প্রজেক্ট রয়েছে, যা হয়তো এই বছরেই মুক্তি পাবে।
অনুরাগ কশ্যপ