কালিয়াকৈরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Published: 20th, March 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় ডাকাতিকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত দলের দুই সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সজীব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। সজীব এলাকায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়ক ধরে বাজারে পৌঁছার আগেই বনের ভেতর তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল ডাকাত। তখন তাঁরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী সজীব হোসেনকে ধরে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার করলে এলাকার মানুষজন এগিয়ে আসেন। তাঁরা ধাওয়া দিয়ে ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাঁদের একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে, অন্যজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড ক ত দল র ব যবস য় উপজ ল
এছাড়াও পড়ুন:
কালিয়াকৈরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় ডাকাতিকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত দলের দুই সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সজীব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। সজীব এলাকায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়ক ধরে বাজারে পৌঁছার আগেই বনের ভেতর তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল ডাকাত। তখন তাঁরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী সজীব হোসেনকে ধরে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার করলে এলাকার মানুষজন এগিয়ে আসেন। তাঁরা ধাওয়া দিয়ে ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাঁদের একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে, অন্যজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন।