Samakal:
2025-03-21@09:07:16 GMT

সুহৃদ সমাবেশের ঈদ উপহার

Published: 20th, March 2025 GMT

সুহৃদ সমাবেশের ঈদ উপহার

পাবনার ঈশ্বরদীতে শতাধিক দুস্থের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলার সাঁড়াগোপালপুর এলাকায় বিনা পয়সার পাঠশালার চত্বরে এ আয়োজন করে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট। 
বিনা পয়সার পাঠশালায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। 
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিহাব উদ্দিন, পৌর ভূমি কর্মকর্তা আফছার আলী, সাংবাদিক সেলিম সরদার, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম বাবু, ব্যবসায়ী তানজিরুল ইসলাম মিটো, রফিকুল ইসলাম বাচ্চু, আনিসুজ্জামান সোহান, সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সুহৃদ ফিরোজ আহমেদ, রাকিবুল ইসলাম রূপম, খায়রুল ইসলাম সবুজ প্রমুখ। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

মদ্রিচের সামনে মুখ থুবড়ে পড়লেন এমবাপে

এবারের উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র যখন হয়, তখন ধারণা ছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ক্রোয়শিয়া-ফ্রান্স ম্যাচে। সেই ধারণা সত্য করে গোটা ম্যাচেই ছড়াল উত্তাপ। এই মহারণে লুকা মদ্রিচ তার রিয়াল মাদ্রিদের সতীর্থ কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে ছুঁড়েন কথার তীর।

ম্যাচে ৩৯ বছরের মদ্রিচের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়লেন ২৬ বছর বয়সী এমবাপে। অন্যদিকে ভাগ্য সহায় হচ্ছিল না ফ্রান্স দলের। বহু আক্রমণের পরও গোলের দেখা পায়নি তারা। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়শিয়ে। ফলে সেমি ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে মদ্রিচরা।

ফ্রান্স তখন দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া। ক্রোয়েশিয়ার রক্ষণ ভেদ করতে সংগ্রাম করছিল ফরাসিরা। ম্যাচের শেষ মুহূর্তে মদ্রিচ তার ক্লাব সতীর্থ এমবাপেকে উতক্ত কিছু কথা বলেন। ঘটনা হচ্ছে বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকা যান এমবাপে। পেছন থেকে তাকে পাহাড়া দিচ্ছিলেন মদ্রিচ। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে পেনাল্টি দাবি করেন ফরাসি তারকা।

আরো পড়ুন:

বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিল ক্রোয়শিয়া

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-যুক্তরাজ্যের

এই নাটকীয় ডাইভের পর মদ্রিচ চিৎকার করে কিছু বলেন। স্পষ্টতই বুঝা যাচ্ছিল ফরাসি ফরোয়ার্ডকে ডাইভ করা বন্ধ করার জন্য বলছিলেন। যদিও বন্ধুত্ব এবং রসিকতা ছিল মদ্রিচের কথায়। তবে একই সাথে ন্যাশনস লিগের নক আউটের উত্তেজনার প্রতিফলনও ছিল।

দ্বিতীয়ার্ধের শেষের দিকে, এমবাপে প্রায় গোল করে ফেলেছিলেন। প্রাচীর হয়ে ক্রোয়েট গোলরক্ষক সেটি সেভ করেন। এই ২৬ বছর বয়সী ফরাসি সুপারস্টার চারটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে সবগুলোই শুট করেছিলেন। তবে জালের দেখা পাননি।

ম্যাচের ৮৮ মিনিটে, এমবাপে বক্সের মধ্যে পড়ে গেলে, সহানুভূতির পরিবর্তে তাকে কঠিন কথা শুনান মদ্রিচ। তাকে উঠে দাঁড়ানোর জন্য বলেন।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ