গেরউইগ সিএস লুইসের ক্লাসিক ফ্যান্টাসি উপন্যাসের মূল গল্প ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’র শুটিং শুরু হতে যাচ্ছে। এতে বিশ্বখ্যাত অভেনতা ড্যানিয়েল ক্রেগ গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে জানা গেছে। গ্রেটা গারউইগ পরিচালিত সিনেমা ‘বার্বি’র বিশাল সাফল্যের পর এটি তার পরিচালনার প্রথম প্রকল্প। সিএস লুইসের ফ্যান্টাসি উপন্যাস সিরিজের কমপক্ষে দুটি রূপান্তর করার জন্য নেটফ্লিক্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রথম সংযোজন।
১৯৫৫ সালে প্রকাশিত, দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ লুইসের সাত-উপন্যাস সিরিজের মধ্যে ষষ্ঠ। তবে কালানুক্রমিকভাবে এটি প্রথম। এটি বিখ্যাত ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’র গোড়ার গল্প হিসেবে বিবেচিত এবং আসলান সিংহের ‘নার্নিয়া’ সৃষ্টির ঘটনা বর্ণনা করে। ডিগরি এবং পলি দুই সন্তান উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। যেখানে ডিগরির চাচা অ্যান্ড্রুও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জল্পনা চলছে যে ক্রেগ অ্যান্ড্রু অথবা আসলানের চরিত্রে অভিনয় করবেন।
ডেডলাইন অনুসারে, ক্রেগকে সিনেমায় প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার জন্য অপেক্ষমান। নেটফ্লিক্স কোন উপন্যাসটি রূপান্তরিত হচ্ছে তা নিশ্চিত না করলেও, এটি ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’ বলে ধারণা করা হচ্ছে, যা ইন্টারনেট মুভি ডেটাবেসে এটি গারউইগের পরবর্তী কর্মযজ্ঞ হিসাবে তালিকাভুক্ত হয়েছে।
নেটফ্লিক্স ২০১৮ সালে নার্নিয়া সিরিজের চলচ্চিত্র এবং টিভি অভিযোজন তৈরির স্বত্ব কিনে নেয় এবং এটিই প্রথমবারের মতো সাতটি বইয়ের স্বত্ব একক কোম্পানির হাতে রয়েছে। লুইস নিজে বইগুলির স্ক্রিন স্বত্ব বিক্রি করেননি, তিনি  বিশ্বাস করেন যে, বিশ্বাসযোগ্য মঞ্চায়ন করা সম্ভব নয়। তার সম্পত্তির পরে ওয়াল্ডেন মিডিয়ার সাথে একটি অধিকার চুক্তি হয় যা ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’, ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ এবং ‘দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডার’ মুক্তি পায়। তবে, ডন ট্রেডার বক্স অফিসে লড়াই করার পরে চুক্তিটি শেষ হয়ে হলে তার উত্তরাধিকারীরা অন্যত্র এটি প্রদানের পথ খুঁজতে শুরু করেন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপন য স

এছাড়াও পড়ুন:

আউটসোর্সিং নীতিমালার আওতায় কর্মীদের সুবিধা বাড়াল

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবাকর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা-২০২৫ জারি হয়েছে। এ নীতিমালায় সরকার সেবাকর্মীদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি সুবিধা প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ নীতিমালা জারি হয় বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আজ এ নীতিমালা জারি হয়।

এতে আরো বলা হয়, পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবা জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে দুটি ও এক পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আজ এ নীতিমালা জারি হয়।

এতে আরো বলা হয়, পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবা জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে দুটি ও এক পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে।

পাশাপাশি সেবাকর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি ও মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। একই সঙ্গে প্রতিটি সেবাকর্মীকে প্রতি বছর দুটি নতুন ইউনিফর্ম প্রদান করা হবে।

নারী সেবাকর্মীরা ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবামূল্য সেবাকর্মীর নিজ নামেও ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদেয় হবে।

সর্বোপরি সেবাকর্মীরা তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের প্রদান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ