‘দস্যু রানি’ নামেই তিনি বেশি পরিচিত। ১৯৬৩ সালে মাল্লা বর্ণের এক পরিবারে তাঁর জন্ম। নানা অবিচারের শিকার হয়ে বাধ্য হয়ে ‘ডাকু’ জীবন গ্রহণ করতে হয় তাঁকে। তিনি ফুলন দেবী। ভারতের উত্তর প্রদেশের বেহমাইগাঁও গ্রামে ধর্ষণের শিকার হন, ১৯৮১ সালে সেই গ্রামের ২২ জনকে ডাকাতেরা হত্যা করে। হত্যার জন্য ফুলনকে অভিযুক্ত করা হয়। ২০ বছরেরও কম বয়সের প্রায় নিরক্ষর এক তরুণী হয়েও তিনি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর অবিশ্বাস্য জীবন নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটি বানান ভারতের অন্যতম সেরা নির্মাতা শেখর কাপুর। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। এর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ডিট কুইট’কে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র মনে করা হয়। সিনেমাটি শেখর বানিয়েছিলেন মালা সেনের লেখা ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’ বই অবলম্বনে। সিনেমায় ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস।

১৯৯৪ সালে কান উৎসবে অংশ নেওয়া সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে সিনেমাটি নিয়ে বিতর্কও কম হয়নি।

‘ব্যান্ডিট কুইন’ সিনেমার পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুর্বল ইন্টারনেটেও অডিও-ভিডিও কল করা যায় ইমোতে

দেশের অনেক অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্ক থাকায় স্বচ্ছন্দে অনলাইনে অডিও–ভিডিও কল করা সম্ভব হয় না। ফলে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে সমস্যায় পড়েন অনেকে। তবে মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে চাইলেই দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কে নির্বিঘ্নে অডিও–ভিডিও কল করা সম্ভব। ফলে দেশ–বিদেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও কল করতে পারেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টির বেশি দেশে ইমো অ্যাপ ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি যুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে সার্বক্ষণিক কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করে থাকে ইমো। গত বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার পাশাপাশি অনলাইনে হয়রানির অভিযোগে ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে অ্যাপটি।

ইমোতে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর পাশাপাশি স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডাপটিভ বিটরেট কন্ট্রোল সুবিধা থাকায় নেটওয়ার্কে নয়েজ ও ইকো কমিয়ে এনে স্পষ্ট অডিও কল নিশ্চিত করে থাকে অ্যাপটি।

সম্পর্কিত নিবন্ধ