লম্বা বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। বাংলাদেশ সময় শুক্রবার সকালে লাতিন জায়ান্ট ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দলগুলোর একটি ব্রাজিল বর্তমানে কঠিন সময় পার করছে। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখন পর্যন্ত ছন্দ খুঁজে পায়নি তারা। লম্বা সময় ধরে ছিল কোচ নিয়োগ নিয়ে টানাপোড়েনও।

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত গত বছর দরিভাল জুনিয়রকে নিয়োগ দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন কোচও অবশ্য এখনো আশাবাদী হওয়ার মতো কিছু করে দেখাতে পারেননি। দরিভালের অধীনেই কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।

আর বিশ্বকাপ বাছাইপর্বেও খুব একটা ভালো করতে পারেনি তারা। একের পর এক ব্যর্থতায় বর্তমানে ব্রাজিলের অবস্থান ১০ দলের মধ্যে ৫ নম্বরে। ১২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৮। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে কাল থেকে নতুন এক অধ্যায় শুরু করবে ব্রাজিল। তবে এই অধ্যায়ে ব্রাজিলকে মুখোমুখি হবে বেশ কিছু চ্যালেঞ্জেরও।

নেইমারের থাকা, না থাকা

এই মুহূর্তে ব্রাজিলের অন্যতম বড় দুশ্চিন্তার নাম নেইমার। ফিট নেইমার ব্রাজিলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তারকা। এখনো নিজের সেরা দিনে যেকোনো প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে পারেন এই ফরোয়ার্ড। কিন্তু ‘ফিট নেইমার’ বিষয়টাই এখন যেন মিথের মতো। কাতার বিশ্বকাপের পর থেকে একের পর এক চোটে ভুগেছেন নেইমার। এমনকি কদিন আগে ব্রাজিল দলে ফেরার আগে মাঠের বাইরে ছিলেন ১৬ মাস। কিন্তু সেই ফেরাও পূর্ণতা পেল না।

আরও পড়ুন২০ বছর পর মেসি-নেইমার কেউই নেই আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে১৮ মার্চ ২০২৫

মাঠে নামার আগেই চোটের কারণে আবার ছিটকে গেলেন সান্তোসে খেলা এই তারকা। এখন পরিস্থিতি এমন যে নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে। নেইমারের দলে থাকাকে বোনাস ধরে নিয়েই মূলত কৌশল ঠিক করতে হবে দরিভালকে। কাজটা মোটেই সহজ হবে না। কিন্তু এর কোনো বিকল্পও ব্রাজিলের হাতে নেই।  

অনুশীলনে ব্রাজিল কোচ দরিভাল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দর ভ ল

এছাড়াও পড়ুন:

দুর্বল ইন্টারনেটেও অডিও-ভিডিও কল করা যায় ইমোতে

দেশের অনেক অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্ক থাকায় স্বচ্ছন্দে অনলাইনে অডিও–ভিডিও কল করা সম্ভব হয় না। ফলে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে সমস্যায় পড়েন অনেকে। তবে মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে চাইলেই দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কে নির্বিঘ্নে অডিও–ভিডিও কল করা সম্ভব। ফলে দেশ–বিদেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও কল করতে পারেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টির বেশি দেশে ইমো অ্যাপ ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি যুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে সার্বক্ষণিক কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করে থাকে ইমো। গত বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার পাশাপাশি অনলাইনে হয়রানির অভিযোগে ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে অ্যাপটি।

ইমোতে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর পাশাপাশি স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডাপটিভ বিটরেট কন্ট্রোল সুবিধা থাকায় নেটওয়ার্কে নয়েজ ও ইকো কমিয়ে এনে স্পষ্ট অডিও কল নিশ্চিত করে থাকে অ্যাপটি।

সম্পর্কিত নিবন্ধ