সারা দিন রাশিয়ার ‘কালচারাল সিটি’ হিসেবে পরিচিত সেন্ট পিটার্সবাগের নানা দর্শনীয় জায়গা ঘুরে বেড়ালাম। সন্ধ্যার আগে দুই বাংলাদেশি শিক্ষার্থী এলেন আমাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে।
রাজশাহীর ছেলে আরাফাত রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার রিফাত হোটেলে এসে আমাকে নিয়ে গেলেন ‘দাগেস্তান’ নামের এক এলাকায়। মেট্রোতে যেতে যেতেই তাঁরা জানালেন, যেহেতু ইফতারের বেশি দেরি নেই, তাই আমরা যাচ্ছি দাগেস্তানের কালচারাল ও এডুকেশন সেন্টারের মসজিদে।
পবিত্র রমজান উপলক্ষে আলোকসজ্জা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটায় উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের উপজেলার গাড়িদহ রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, ঝাজর গ্রামের একদল শ্রমিক ভটভটিতে (তিন চাকার যান) করে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক ভটভটিতে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা শ্রমিকেরা সড়কের পাশে ছিটকে পড়েন। এতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এর আগে এক পথচারীকে চাপা দেয় ট্রাকটি। পথচারী হানিফ উদ্দিনও ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পরে ট্রাক থেকে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।