রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার বয়স ৩০-৩৫ বছর।
গুলশান থানার কর্মকর্তা মো. ফরিদ এই তথ্য দিয়ে বলেছেন, বৃহস্পতিবার রাতে পুলিশ প্লাজার সামনে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। সেখানে দুটি পক্ষ হয়তো গোলাগুলি করে।
তিনি জানিয়েছেন, নিহত যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি লাশের সঙ্গে রয়েছেন।
আরো পড়ুন:
মহেশখালীতে সন্ত্রাসীর গুলিতে লবণ চাষি নিহত
পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫
অবশ্য নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তা ছাড়া কে বা কারা কেন গুলি চালিয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা/বুলবুল/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকী উপজেলায় কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার তরুণের নাম সাফাই মুনশি (১৯)। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এর আগে গ্রেপ্তার সাকিব মুনশিকে (১৯) কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
আরও পড়ুনপটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১১৯ মার্চ ২০২৫পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই ছাত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানে এক শহীদের মেয়ে। কলেজছাত্রী বাদী হয়ে দুমকী থানায় মামলা করেছেন। এজাহারে সাকিব মুনশি (১৯) ও তাঁর চাচাতো ভাই সাফাই মুনশিকে (১৯) আসামি করা হয়েছে। মামলা করার পর আটক সাকিব মুনশিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি সাফাই মুনশির অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাজেদুল ইসলাম আরও জানান, ‘ভুক্তভোগী কলেজছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ছাত্রী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ভুক্তভোগী তরুণী দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁর পরিবার বলছে, গত মঙ্গলবার কলেজছাত্রী বাবার কবর জিয়ারত করে কাছেই নানাবাড়িতে ফিরছিলেন। পথে সন্ধ্যায় তাঁকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
আরও পড়ুনপটুয়াখালীতে ভুক্তভোগী সেই কলেজছাত্রীর খোঁজখবর নিলেন নাহিদ ইসলাম২০ মার্চ ২০২৫