বুয়েটে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, দেখুন পদ্ধতি
Published: 20th, March 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী শিক্ষক নেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
স্থায়ী যেসব পদ
১.
অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
২. পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট
সহযোগী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
৩. ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
সহযোগী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৪. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপকে ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ১৫ ঘণ্টা আগে৫. যন্ত্রকৌশল বিভাগ
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৬. রসায়ন বিভাগ
লেকচারার-এর ১টি অস্থায়ী পদ।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা
স্থায়ী পদে আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল, ২০২৫।
আরও পড়ুনএকসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার১৯ মার্চ ২০২৫অস্থায়ী যেসব পদ
কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রভাষক নিয়োগের জন্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ৩ জন, পুরকৌশল বিভাগে ৩ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, স্থাপত্য বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে ১২ এপ্রিল। যন্ত্রকৌশল বিভাগে ৫ জন, বস্তু ও ধাতব কৌশল বিভাগে ১ জন, পানি সম্পদ কৌশল বিভাগে ২ জন ৩ জন প্রভাষক নেওয়া হবে। এসব পদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে ১৩ এপ্রিল। কেমিকৌশল বিভাগে ৫ জন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩ জন ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন নেওয়া হবে। এসব পদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে ১৫ এপ্রিল। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ১ জন, পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগে ১ জন ও বুয়েট-জিডপাসে ৩ জন নেওয়া হবে। এসব পদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে ১৬ এপ্রিল।
আরও পড়ুনবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়ের বাইরের বিষয় পড়াশোনার সুযোগ বন্ধের উদ্যোগ১০ ঘণ্টা আগেসব পদের আবেদন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে চাকরির পদমর্যাদা, বেতন–স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার-এর বরাবর জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি
৬০০ টাকা
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়ে গেছে।”
শুক্রবার (২১ মাচ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।”
আরো পড়ুন:
সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন
মির্জাপুরের কৃতি সন্তান ক্যাপ্টেন মাহমুদ মারা গেছেন
ড. খালিদ আরো বলেন, “কক্সবাজারে সুদূর অতীত হতেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই।”
এ মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের এই পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এ মডেল মসজিদে একসঙ্গে এক হাজার ১০০ জন নামাজ আদায় করতে পারবেন। এখানে মহিলা ও শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা অজুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন আঙ্গিকে মডেল মসজিদটি সাজানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/তারেকুর/সাইফ